সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের সভাপতির হয়রানির বিরুদ্ধে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। ছবি : কালবেলা
চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হকের বিভিন্ন বেআইনি ও হয়রানিপূর্ণ আদেশের কারণে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন শুরু করেন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্ল্যাহসহ সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে ষান্মাষিক মূল্যায়ন পরীক্ষা। শিক্ষকরা পরীক্ষা না থাকায় ক্লাস হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের ভিতরে-বাইরে ছোটাছুটি করতে দেখা যায়।

জানা গেছে, চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষকরা। অভিযোগে শিক্ষকরা উল্লেখ করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিভিন্ন বেআইনি ও হয়রানিপূর্ণ আদেশের কারণে আমরা মানসিকভাবে বিপর্যস্ত।

যার কারণে আমরা শ্রেণি কার্যক্রমে নিয়মিত মনোযোগ দিতে পারছি না। তিনি বিভিন্ন সময়ে আমাদের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে নিজের পারিবারিক কর্মচারীর মতো আচরণ করেন। দেশের প্রচলিত বিদ্যমান আইনের পরিপন্থি বিভিন্ন আদেশ-নির্দেশ দিয়ে আসেন, যা কখনো একটি বিদ্যালয়ের সুষ্ঠু পাঠদানের জন্য সহায়ক হতে পারে না।

কর্মবিরতি পালনকালে শিক্ষকরা জানান, আমাদের দাবি বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ইউএনও বিদ্যালয়ের সব বিষয় নিয়ে বৈঠক করে সমাধান করতে হবে। সব শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ লিখিতভাবে প্রত্যাহার করতে হবে। প্রধান শিক্ষকের পূর্বের সব বকেয়া বেতন বিল প্রস্তুত করতে হবে। প্রধান শিক্ষককে পুনরায় তার দায়িত্বে বহাল করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। ইউএনও বিদ্যালয়ে এলে বিস্তারিত আলোচনা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল আমিন বলেন, সভাপতির বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে কর্মবিরতির চিঠি গতকাল শিক্ষকরা আমার অফিসে দিয়েছে। আমি বিষয়টি ইউএনওকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান কালবেলাকে বলেন, শিক্ষকদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষকদের কর্মবিরতির কথা শুনেছি। আজ দুপুরে বিদ্যালয়টিতে পরিদর্শনে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১০

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১১

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১২

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৩

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৪

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৫

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৬

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৭

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৯

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

২০
X