ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হকের বিভিন্ন বেআইনি ও হয়রানিপূর্ণ আদেশের কারণে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন শুরু করেন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্ল্যাহসহ সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে ষান্মাষিক মূল্যায়ন পরীক্ষা। শিক্ষকরা পরীক্ষা না থাকায় ক্লাস হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের ভিতরে-বাইরে ছোটাছুটি করতে দেখা যায়।
জানা গেছে, চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষকরা। অভিযোগে শিক্ষকরা উল্লেখ করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিভিন্ন বেআইনি ও হয়রানিপূর্ণ আদেশের কারণে আমরা মানসিকভাবে বিপর্যস্ত।
যার কারণে আমরা শ্রেণি কার্যক্রমে নিয়মিত মনোযোগ দিতে পারছি না। তিনি বিভিন্ন সময়ে আমাদের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে নিজের পারিবারিক কর্মচারীর মতো আচরণ করেন। দেশের প্রচলিত বিদ্যমান আইনের পরিপন্থি বিভিন্ন আদেশ-নির্দেশ দিয়ে আসেন, যা কখনো একটি বিদ্যালয়ের সুষ্ঠু পাঠদানের জন্য সহায়ক হতে পারে না।
কর্মবিরতি পালনকালে শিক্ষকরা জানান, আমাদের দাবি বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ইউএনও বিদ্যালয়ের সব বিষয় নিয়ে বৈঠক করে সমাধান করতে হবে। সব শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ লিখিতভাবে প্রত্যাহার করতে হবে। প্রধান শিক্ষকের পূর্বের সব বকেয়া বেতন বিল প্রস্তুত করতে হবে। প্রধান শিক্ষককে পুনরায় তার দায়িত্বে বহাল করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। ইউএনও বিদ্যালয়ে এলে বিস্তারিত আলোচনা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল আমিন বলেন, সভাপতির বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে কর্মবিরতির চিঠি গতকাল শিক্ষকরা আমার অফিসে দিয়েছে। আমি বিষয়টি ইউএনওকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান কালবেলাকে বলেন, শিক্ষকদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষকদের কর্মবিরতির কথা শুনেছি। আজ দুপুরে বিদ্যালয়টিতে পরিদর্শনে যাব।
মন্তব্য করুন