রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

অভিযুক্ত মাদ্রাসার সভাপতি আব্দুল করিম। ছবি : কালবেলা
অভিযুক্ত মাদ্রাসার সভাপতি আব্দুল করিম। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের একটি মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতির বিরুদ্ধে। গত ৮ জুলাই এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মাদ্রাসার সভাপতি আব্দুল করিম পলাতক রয়েছেন। এমন কাণ্ডে স্থানীয়রা মাদ্রাসাটি বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় উপজেলার ধর্মগড় ভরনিয়া গ্রামে ‘ভরনিয়া দারুল হাদীস ওয়াদ দাওয়াহ্ আস্-সালাফিয়্যা’ মাদ্রাসাটি গড়ে উঠে। মাদ্রাসাটির দুটি শাখা রয়েছে। একটি ছাত্রীদের জন্য আবাসিক এবং অপরটি ছাত্রদের জন্য অনাবাসিক। আবাসিকে ১০-১৫ জন ছাত্রী থাকনে। মাদ্রাসার সভাপতি আব্দুল করিম মিলার মাদ্রাসা পরিদর্শনের নাম করে রাতের বেলা প্রায় আবাসিকে যাতায়াত করতেন এবং ছাত্রীদের বিভিন্ন কৌশলে জুস খাওয়াতেন। কিন্তু জুসে মেশানো থাকত চেতনানাশক ওষুধ বা ঘুমের বড়ি। আর যে ছাত্রীকে তিনি টার্গেট করতেন তাকে গভীর রাতে গিয়ে ধর্ষণ করতেন।

ঘটনার দিন সব ছাত্রীদের ছুটি দেওয়া হলেও তিনজনকে সভাপতির নির্দেশে ছুটি দেওয়া হয়নি। মাদ্রাসার সভাপতি আব্দুল করিম ওই রাতে তাদের ঘুমের ওষুধ মেশানো জুস খাওয়ান। তারা ঘুমিয়ে গেলে গভীর রাতে মাদ্রাসার ভেতরে প্রবেশ করে একজনকে ছাত্রীকে ধর্ষণ করেন। পাশে থাকা এক ছাত্রীর হঠাৎ ঘুম ভেঙে গেলে সে বিষয়টি টের পেয়ে চিৎকার করে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন এসে ঘটনার সত্যতা দেখতে পেয়ে প্রতিবাদ জানান। পরের দিন সকালে আব্দুল করিমের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক ছাত্রী বলেন, সভাপতি আব্দুল করিম প্রায় মাদ্রাসায় আসতেন এবং মাঝেমধ্যে ছাত্রীদের জুস খাওয়াতেন। মনে হয় জুসের মধ্যে ঘুমের ওষুধ থাকত। কারণ যেদিন তিনি জুস খাওয়াতেন সেদিন অনেক বেশি ঘুম পেত। সবাই যখন ঘুমিয়ে যেত তখন সভাপতি সুযোগ বুঝে একজনকে টার্গেট করে পাশবিক নির্যাতন চালাতেন।

ওই মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে কয়েকদিন ধরে মাদ্রাসা যেতে চায় না, কেন যাবে না জানতে চাইলে সে বলে ওখানকার সভাপতি আপত্তিকর মন্তব্য করে। তাকে যেন অন্য মাদ্রাসায় ভর্তি করে দেই সেই শর্তও জুড়ে দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মইনউদ্দীন কাবুল বলেন, বিষয়টি জানাজানি হলে আমরা এক শিক্ষককে ঘটনাটি তদন্তে ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলতে বলি। এরই মধ্যে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারা সভাপতির বিচার চেয়েছেন।

অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলতে মাদ্রাসার সভাপতি আব্দুল করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম জানান, খবর পেয়ে আমি মাদ্রাসা পরিদর্শনে করেছি। শিক্ষার্থী ও মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মান্ননের কথা অনুযায়ী ফলের জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সভাপতি আব্দুর করিম একজন ছাত্রীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া গেছে। বর্তমানে মাদ্রাসাটি বন্ধ রেখে তালা লাগিয়ে রাখা হয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সপাল আব্দুল মানান বলেন, আমি ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে এর সত্যতা জানতে পারি। তবে ঘটনার পর থেকে সভাপতিকে কোথাও পাওয়া যাচ্ছে না।

রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, বুধবার (১০ জুলাই) রাতে মেয়ের বাবা লিখিত অভিযোগ করেছে। ঘটনার সঙ্গে জড়িত সভাপতির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান বলেন, ভরনিয়া গ্রামে ‘ভরনিয়া দারুল হাদীস ওয়াদ দাওয়াহ্ আস্-সালাফিয়্যা মাদ্রাসা’-এর সভাপতি আব্দুল করিম প্রতিষ্ঠানটির আবাসিক ‘বালিকা হিফজুল কুরআন’ বিভাগে কিছু কোমলমতি ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১০

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

১১

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

১২

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১৩

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১৪

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১৫

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৬

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

১৭

সাংবাদিককে আটক করে পুলিশের মারধর, গায়েব করার হুমকি

১৮

রেড ক্রিসেন্ট থেকে এনসিপি নেতাকে অব্যাহতি

১৯

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

২০
X