সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৮:৩৪ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক শহিদুর রহমান (বাঁয়ে) ও তার স্ত্রী নারগীজ আক্তার (ডানে)। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক শহিদুর রহমান (বাঁয়ে) ও তার স্ত্রী নারগীজ আক্তার (ডানে)। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক শহিদুর রহমান (ভিপি শহীদ) ও তার স্ত্রী নারগীজ আক্তারের বিরুদ্ধে ৩ কোটি ৪৮ লাখ ২২ হাজার টাকার মামলা করেছ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার (৯ জুলাই) দুদকের সহকারী পরিচালক আল-আমিন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) এদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

বুধবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল আমীন।

জানা যায়, শহিদুর রহমান (ভিপি শহীদ) সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রয়াত স্বামীর ভাগনে ও তার স্ত্রী নারগীজ আক্তার জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, শহীদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ লাখ ৭২ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন, যা দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় অপরাধ।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১৯ জানুয়ারি দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে তার নামে ২ কোটি ৭৪ লাখ ৫৩৮ টাকার স্থাবর সম্পত্তি এবং ৬১ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকার অস্থাবর সম্পত্তিসহ মোট তিন কোটি ৬৬ লাখ ৩২ হাজার ১৪২ টাকা। স্বামীর জ্ঞাত আয়বহির্ভূত আয়কে বৈধতা দিতে তিনি সহযোগিতা করেছেন। তিনি জ্ঞাত আয়বহির্ভূতভাবে ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন, যা দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় অপরাধ। তার এ সম্পদের মধ্যে তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৭৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। যা দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ।

দুদকের অনুসন্ধানে জানা যায়, নারগীছ আক্তার একজন গৃহিণী। তার নিজের কোনো আয়ের উৎস নেই। তিনি স্বামীর আয়ের ওপর নির্ভরশীল।

দুদক সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ( ভিপি শহীদ) ঠিকাদারি ব্যবসা, জমি বেচাকেনার মধ্যস্থতা করেন।

এ বিষয়ে সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, আমার আইনজীবীর কাছে জিজ্ঞেস না করে গণমাধ্যমের কাছে কোনো কিছুই মন্তব্য করব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শত শত ফ্লাইট বাতিল, ২০ বছরের রেকর্ড

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত

যুক্তরাষ্ট্রকে তুলাধুনা করলেন পুতিন

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা আছে

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা

কলেজছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর

১০

ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট ৪ দেশের

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধীকে নির্যাতন

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

১৬

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

১৭

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

১৮

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

১৯

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

২০
X