সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৮:৩৪ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক শহিদুর রহমান (বাঁয়ে) ও তার স্ত্রী নারগীজ আক্তার (ডানে)। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক শহিদুর রহমান (বাঁয়ে) ও তার স্ত্রী নারগীজ আক্তার (ডানে)। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক শহিদুর রহমান (ভিপি শহীদ) ও তার স্ত্রী নারগীজ আক্তারের বিরুদ্ধে ৩ কোটি ৪৮ লাখ ২২ হাজার টাকার মামলা করেছ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার (৯ জুলাই) দুদকের সহকারী পরিচালক আল-আমিন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) এদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

বুধবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল আমীন।

জানা যায়, শহিদুর রহমান (ভিপি শহীদ) সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রয়াত স্বামীর ভাগনে ও তার স্ত্রী নারগীজ আক্তার জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, শহীদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ লাখ ৭২ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন, যা দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় অপরাধ।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১৯ জানুয়ারি দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে তার নামে ২ কোটি ৭৪ লাখ ৫৩৮ টাকার স্থাবর সম্পত্তি এবং ৬১ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকার অস্থাবর সম্পত্তিসহ মোট তিন কোটি ৬৬ লাখ ৩২ হাজার ১৪২ টাকা। স্বামীর জ্ঞাত আয়বহির্ভূত আয়কে বৈধতা দিতে তিনি সহযোগিতা করেছেন। তিনি জ্ঞাত আয়বহির্ভূতভাবে ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন, যা দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় অপরাধ। তার এ সম্পদের মধ্যে তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৭৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। যা দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ।

দুদকের অনুসন্ধানে জানা যায়, নারগীছ আক্তার একজন গৃহিণী। তার নিজের কোনো আয়ের উৎস নেই। তিনি স্বামীর আয়ের ওপর নির্ভরশীল।

দুদক সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ( ভিপি শহীদ) ঠিকাদারি ব্যবসা, জমি বেচাকেনার মধ্যস্থতা করেন।

এ বিষয়ে সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, আমার আইনজীবীর কাছে জিজ্ঞেস না করে গণমাধ্যমের কাছে কোনো কিছুই মন্তব্য করব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১০

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১১

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৩

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৪

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৫

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৬

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৭

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৮

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৯

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

২০
X