বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় বরিশালে বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে আনন্দ মিছিল করেছে যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পদবঞ্চিত যুবদল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফির রহমান মুন্নার নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়।
এসময় মিছিল থেকে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের ছয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে স্লোগান দেন যুবদল নেতাকর্মীরা।
নগরীর হাসপাতাল রোড থেকে বের হওয়া আনন্দ মিছিলটি জেলখানার মোড় হয়ে সদর রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন দীর্ঘ সময় পদবঞ্চিত যুবদল নেতা আরিফুর রহমান মুন্না। এ সময় তিনি কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোনায়েব মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে বরিশাল মহানগর যুবদলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। আনন্দ মিছিলে যুবদল নেতা সোহেল সরদার, ফরহা হোসেন পারভেজ, শফিউল হাসান জনী, ফখরুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন