গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশার দখলে ফেরিঘাটের পন্টুন

ফেরিঘাটের পন্টুনে অটোরিকশার চাপ। ছবি : কালবেলা
ফেরিঘাটের পন্টুনে অটোরিকশার চাপ। ছবি : কালবেলা

ব্যস্ততম দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুনে ফেরি থামার আগে পুরো পন্টুন অবৈধ অটোরিকশার দখলে চলে যায়। ফলে ফেরি থেকে যানবাহন নামায় বিলম্বের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়। অথচ ফেরিঘাটের পন্টুনে কোনো ধরনের যানবাহন অবস্থান করারই কথা না। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসছে দৌলতদিয়ার সব কটি সচল ফেরিঘাটে।

জানা গেছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়ায় ৭টি ফেরিঘাট থাকলেও বর্তমানে ৩টি চালু রয়েছে। পাটুরিয়া ঘাটে থেকে ছেড়ে আসা সকল ফেরি এই তিনটি ঘাটের পন্টুনে এসে থামে। ফেরি থেকে যানবাহন ওঠানামা করার জন্য নির্মিত পন্টুনে কোনো যানবাহন অবস্থান করা সম্পূর্ণ অবৈধ। তবে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুনে ঝুঁকি নিয়ে অবস্থান করে অবৈধ অটোরিকশা। বিশেষ করে পাটুরিয়া ঘাটে থেকে ছেড়ে আসা ফেরি পন্টুনে ভেড়ার আগেই পুরো পন্টুন দখল করে নেয় অটোরিকশাগুলো।

সরেজমিনে গিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, ফেরি ঘাটে এসে ভেড়ানোর আগে পাল্লা দিয়ে অসংখ্য অটোরিকশা নদীতে পড়ে যাওয়ার চরম ঝুঁকি নিয়ে পন্টুনে ঢুকে পড়ে। ফলে ফেরিতে থাকা যানবাহন নামাতে চরম ভোগান্তির শিকার হন চালকরা। অতিরিক্ত সময় ব্যয় করে ফেরিগুলো লোড-আনলোড হয়ে থাকে। এ ছাড়া দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় এ সময়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটে কর্মরত পন্টুন ইনচার্জ মো. রাজু হাওলাদার জানান, পন্টুনে অটোরিকশা অবস্থান করায় ফেরিতে যানবাহন লোড-আনলোডে চরম অসুবিধা হয়। সেই সঙ্গে পন্টুনের শৃঙ্খলা রক্ষা করাও কঠিন হয়ে পড়ে। তারা সব সময়ই পন্টুন থেকে অটোরিকশা অপসারণ করতে কাজ করে থাকেন।

একাধিক অটোরিকশাচালক দাবি করেন, ফেরিঘাটের পন্টুনে না গেলে যাত্রী পাওয়া যায় না। এ ছাড়া স্থানীয় অটোচালকরা পন্টুনে না গেলেও বাইরে থেকে যারা দৌলতদিয়ায় আসে তারা পন্টুনে চলে যায় এবং বেশি যাত্রী পায়। তাই তাদের সঙ্গে পাল্লা দিয়ে যাত্রী পেতে ফেরি পন্টুনের ভেড়ানোর আগে তারাও পন্টুনে যায়।

বাস ও ট্রাকচালকরা জানান, পন্টুনের ওপর অটোরিকশা থাকলে ফেরি থেকে গাড়ি নামাতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। সেই সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়।

যাত্রীবাহী বাসচালক মো. মিলন মিয়া বলেন, পন্টুন ক্লিয়ার না থাকলে ফেরি থেকে গাড়ি নামাতে অনেক ঝামেলা পোহাতে হয়। দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু এ বিষয়ে আমরা কিছু বললে স্থানীয়দের হাতে লাঞ্ছিত হতে হয়।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, পন্টুন ফেরি ভেড়ার জন্য। সেখানে অন্য কোনো যানবাহন যাত্রী উঠাবে বা নামাবে এটা কোনোভাবেই কাম্য না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে জেলা পুলিশ ও নৌ পুলিশের সহযোগিতা চেয়েছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে পন্টুনগুলো অবৈধ যানবাহন মুক্ত করা যাবে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ফেরিঘাটের পন্টুন অটোরিকশাসহ অবৈধ যানবাহন মুক্ত রাখতে স্থানীয় প্রশাসন থেকে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নতুন করে অবগত হওয়ায় আবারও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১০

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১১

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১২

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৩

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৪

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৫

বিজয় থালাপতি এখন বিপাকে

১৬

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৭

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৮

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৯

সুর নরম আইসিসির

২০
X