চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের দায়ে সোহেল মিয়া (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৪ জুলাই) দুপুরে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. সিরাজুদ্দৌল্লাহ কুতুবী।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টু বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সোহেল মিয়াকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে ১ মাস কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ভিকটিম কিশোরী বাড়ি থেকে জিয়ারতের উদ্দেশ্যে মোহছেন আউলিয়া (রা.) মাজারে যায়। একইদিন বিকেলে মাজার এলাকা থেকে সোহেল মিয়া জোরপূর্বক একটি অটোরিকশা সিএনজি গাড়িতে করে কর্ণফুলী থানার কাফকো সেন্টার এলাকায় যায়।
পরে ১৪ সেপ্টেম্বর কিশোরীকে বিভিন্নভাবে ফুঁসলিয়ে কেইপিজেড মাঠে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে কর্ণফুলী থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে একই বছরের ২৯ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন।
২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মন্তব্য করুন