মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১১:৫৪ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে হত্যার বিচারের দাবিতে আসামিদের বাড়িতে আগুন

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে হত্যার বিচারের দাবিতে আসামিদের বাড়িতে আগুন। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে হত্যার বিচারের দাবিতে আসামিদের বাড়িতে আগুন। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ইউপি চেয়ারম্যান সুমন হালদার (৪৫) হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল থেকে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা।

রোববার (১৪ জুলাই) সকালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করে এলাকাবাসী। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। একপর্যায়ে মিছিলটি থেকে হত্যা মামলার অভিযুক্ত আসামি মিলেনুর রহমান মিলন ও জাহানূর রহমান সওদাগরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

জানা যায়, গত ৭ জুলাই দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শেষে ফলাফল ঘোষণা হয়। এর কিছুক্ষণ পরই বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান সুমন হালদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরদিন ৮ জুলাই সন্ধ্যায় সুমনের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে একই ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলেনুর রহমান মিলনসহ ৭ জনের নাম উল্লেখ করে টঙ্গিবাড়ী থানায় মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ৩-৪ জনকে। এ পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পলাতক আছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার দাবিতে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাঠে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান দেওয়ান, পাঁচগাঁও ওহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন সরকার, পাঁচগাঁও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মোল্লা, নিহতের ছোট ভাই প্রবাসী লিমন হালদার, সাবেক ইউপি সদস্য মো. জব্বারসহ স্কুলে ছাত্রছাত্রী, নিহতের পরিবারের সদস্যসহ ৫ শতাধিক এলাকাবাসী অংশ নেন।

হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত নয় বলে দাবি করেন নিহত সুমন হালদারের ছোট ভাই ইমন হালদার। তিনি বলেন, মিছিল করে যাওয়ার সময় উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে হামলা করেছে। তারা নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন।

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন শেষে হঠাৎ করেই অভিযুক্ত দুই আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হবে। অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১০

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১১

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১২

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১৩

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

১৪

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

১৫

বাসচাপায় প্রাণ গেল দুজনের, সাংবাদিকসহ আহত ৩

১৬

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ক্রটি’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হতে পারে

১৭

আপন দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন 

১৮

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন

১৯

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

২০
X