মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১১:৫৪ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে হত্যার বিচারের দাবিতে আসামিদের বাড়িতে আগুন

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে হত্যার বিচারের দাবিতে আসামিদের বাড়িতে আগুন। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে হত্যার বিচারের দাবিতে আসামিদের বাড়িতে আগুন। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ইউপি চেয়ারম্যান সুমন হালদার (৪৫) হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল থেকে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা।

রোববার (১৪ জুলাই) সকালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করে এলাকাবাসী। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। একপর্যায়ে মিছিলটি থেকে হত্যা মামলার অভিযুক্ত আসামি মিলেনুর রহমান মিলন ও জাহানূর রহমান সওদাগরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

জানা যায়, গত ৭ জুলাই দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শেষে ফলাফল ঘোষণা হয়। এর কিছুক্ষণ পরই বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান সুমন হালদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরদিন ৮ জুলাই সন্ধ্যায় সুমনের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে একই ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলেনুর রহমান মিলনসহ ৭ জনের নাম উল্লেখ করে টঙ্গিবাড়ী থানায় মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ৩-৪ জনকে। এ পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পলাতক আছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার দাবিতে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাঠে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান দেওয়ান, পাঁচগাঁও ওহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন সরকার, পাঁচগাঁও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মোল্লা, নিহতের ছোট ভাই প্রবাসী লিমন হালদার, সাবেক ইউপি সদস্য মো. জব্বারসহ স্কুলে ছাত্রছাত্রী, নিহতের পরিবারের সদস্যসহ ৫ শতাধিক এলাকাবাসী অংশ নেন।

হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত নয় বলে দাবি করেন নিহত সুমন হালদারের ছোট ভাই ইমন হালদার। তিনি বলেন, মিছিল করে যাওয়ার সময় উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে হামলা করেছে। তারা নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন।

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন শেষে হঠাৎ করেই অভিযুক্ত দুই আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হবে। অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

১১

৫০তম বিসিএসের প্রিলি আজ

১২

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

১৩

টিভিতে আজকের যত খেলা

১৪

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৫

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

২০
X