মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১১:৫৪ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে হত্যার বিচারের দাবিতে আসামিদের বাড়িতে আগুন

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে হত্যার বিচারের দাবিতে আসামিদের বাড়িতে আগুন। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে হত্যার বিচারের দাবিতে আসামিদের বাড়িতে আগুন। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ইউপি চেয়ারম্যান সুমন হালদার (৪৫) হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল থেকে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা।

রোববার (১৪ জুলাই) সকালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করে এলাকাবাসী। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। একপর্যায়ে মিছিলটি থেকে হত্যা মামলার অভিযুক্ত আসামি মিলেনুর রহমান মিলন ও জাহানূর রহমান সওদাগরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

জানা যায়, গত ৭ জুলাই দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শেষে ফলাফল ঘোষণা হয়। এর কিছুক্ষণ পরই বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান সুমন হালদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরদিন ৮ জুলাই সন্ধ্যায় সুমনের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে একই ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলেনুর রহমান মিলনসহ ৭ জনের নাম উল্লেখ করে টঙ্গিবাড়ী থানায় মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ৩-৪ জনকে। এ পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পলাতক আছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার দাবিতে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাঠে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান দেওয়ান, পাঁচগাঁও ওহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন সরকার, পাঁচগাঁও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মোল্লা, নিহতের ছোট ভাই প্রবাসী লিমন হালদার, সাবেক ইউপি সদস্য মো. জব্বারসহ স্কুলে ছাত্রছাত্রী, নিহতের পরিবারের সদস্যসহ ৫ শতাধিক এলাকাবাসী অংশ নেন।

হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত নয় বলে দাবি করেন নিহত সুমন হালদারের ছোট ভাই ইমন হালদার। তিনি বলেন, মিছিল করে যাওয়ার সময় উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে হামলা করেছে। তারা নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন।

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন শেষে হঠাৎ করেই অভিযুক্ত দুই আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হবে। অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১০

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১১

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

১২

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

১৩

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১৪

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১৫

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১৬

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১৭

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৮

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

১৯

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

২০
X