রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পোড়াদহগামী ৫০৬ নম্বর শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। পরে দুই ঘণ্টার চেষ্টায় এ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (১৫ জুলাই) সকালে গোয়ালন্দ ফিড মিলের এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, সকালে ফিড মিল এলাকায় শাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনের একটি চাকা নিচে পড়ে গেছে। এতে কোনো যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষতি হয়নি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন গোয়ালন্দ উপজেলায় রেললাইনের তেমন কোনো সংস্কার করা হয় না। অনেক পুরোনো কাঠের স্লিপার। রাজবাড়ীতে রেললাইনের উন্নয়ন হলেও এ উপজেলায় নতুন করে রেললাইনের কোনো উন্নয়ন হয়নি। প্রায়ই ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর কালবেলাকে বলেন, শাটল ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে সকাল ৬টা ১৫ মিনিটে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এরপর দৌলতদিয়া ঘাট থেকে সকাল সাড়ে ৭টায় ট্রেনটি পোড়াদহের উদ্দেশ্যে ছুটে। ৭টা ৪০মিনিটে গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় এসে ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়।
রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, শাটল ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়। পরে দুই ঘণ্টার চেষ্টায় চাকাটি উদ্ধারের পর চলাচল স্বাভাবিক হয়েছে।
মন্তব্য করুন