পাট কাটা ও জাগ দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃষকেরা। সময়মতো বৃষ্টিপাত হওয়ায় পাট কেটে নদীনালা-খালবিল-ডোবায় জাগ দেওয়া ও আঁশ ছাড়ানো নিয়ে ব্যস্ত তারা।
উপজেলার চিরাং ইউনিয়নের পাট চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালবিলে টানা বৃষ্টিতে পানি জমা হয়েছে। বৃষ্টি পেয়ে পাট জাগ দিতে ব্যস্ত সময় পার করছেন তারা। সবাই এখন পাট কেটে জাগ দেওয়ার জন্য খালবিলে কাঁচা পাট নিয়ে জমা করছেন।
গন্ডা ইউনিয়নের কৃষক সুলতান মাহমুদ বলেন, এ বছর আমি তিন বিঘা জমিতে পাট আবাদ করেছি। এতে ২০ হাজার টাকা খরচ হয়েছে। বিঘাপ্রতি ১২ থেকে ১৫ মণ পাট হবে। এখনো বাজারে পাট বিক্রি শুরু হয় নাই। তাই দাম কেমন হবে ঠিক বুঝতে পারছি না। সরকার যদি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিত, তাহলে আমরা পাট চাষে লাভবান হতে পারতাম।
পূর্বরায় গ্রামের কৃষক ওয়াসকরুন বলেন, পাট কাটা ও জাগ দেওয়া শুরু হয়েছে। ১৫-২০ দিনের মধ্যে বাজারে পাট বিক্রি শুরু হবে। কত টাকা মণ পাট বিক্রি করতে পারব, তা এখনই বলা যাচ্ছে না। বাজারে পাটের দাম ভালো হলে এ বছর একটু লাভের মুখ দেখতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা কালবেলাকে বলেন, উপজেলায় এ বছর পাটের ফলন ভালো হয়েছে। ৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাটের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ ছিল না। বাজার ভালো থাকলে এবার কৃষকেরা লাভবান হবেন। এতে ভবিষ্যতেও তাদের পাট চাষে আগ্রহ বাড়বে।
মন্তব্য করুন