প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি কোটা আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণ করে বলেন, আল্লাহ তাদের জান্নাত দান করুন। পরিবার-পরিজন যেন এ শোক সইতে পারেন। শেখ হাসিনা হত্যার রাজনীতি করেন না, ছাত্রদের তিনি হত্যা করেননি।
চুমকি বলেন, আমার বাবাকে হত্যা করেছে, আমরা কি বিচার পেয়েছি। শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। বছর বছর ছাত্রদের হাতে বই তুলে দেন। তিনি কি ছাত্রদের হত্যা করতে পারেন? শেখ হাসিনা প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করবেন।
ড. ইউনূস প্রসঙ্গে বলেন, তিনি ইউরোপে বসে জানতে চান সেনাবাহিনী কেন নামানো হলো। এর জবাবে এমপি বলেন, সেনাবাহিনী নামানোর পর দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে।
মন্তব্য করুন