লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঠেলাঠেলিতে খেলার মাঠে পড়ে আছে গাছ

লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পড়ে আছে গাছ। ছবি : কালবেলা
লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পড়ে আছে গাছ। ছবি : কালবেলা

ভোলার লালমোহন উপজেলার একটি বিদ্যালয়ের খেলার মাঠে পড়ে আছে অন্তত ছোট-বড় ২৫টি গাছ। দুই মাসের মতো উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠের অধিকাংশ জায়গাজুড়ে গাছ পড়ে থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় তরুণরা খেলাধুলা করতে পারছেন না। এতে শিক্ষার্থীসহ তরুণরা স্মার্টফোনের অপব্যবহার ও মাদকে আসক্ত হচ্ছেন বলে দাবি স্থানীয়দের।

জানা গেছে, লালমোহন উপজেলার রায়চাঁদ বাজার সংলগ্ন এলাকা থেকে লর্ডহার্ডিঞ্জ বাজার পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের কারণে লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠের অংশে থাকা সড়কের পাশের গাছগুলো উপড়ে ফেলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। প্রায় দুই মাস আগে ওই স্থানের ছোট-বড় অন্তত ২৫টি চাম্বল গাছ উপড়ে মাঠের মধ্যে ফেলে রাখলেও, তা সরাতে কেউ কোনো উদ্যোগ নেননি। লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এবং বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে গাছগুলো পড়ে রয়েছে মাঠের মধ্যেই।

মাঠে গাছ থাকায় খেলাধুলায় বিঘ্ন ঘটছে উল্লেখ করে স্থানীয় যুবক মো. সোহায়েব বলেন, লর্ডহার্ডিঞ্জ এলাকার শিক্ষার্থীসহ তরুণ-যুবকদের খেলাধুলার একমাত্র মাঠ এটি। তবে কয়েক মাস হয়েছে মাঠের অধিকাংশ জায়গাজুড়ে বেশ কিছু গাছ পড়ে রয়েছে। খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন এই এলাকার ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীসহ তরুণ-যুবকরা। দ্রুত মাঠ থেকে গাছগুলো সরিয়ে খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

গাছ সরানোর ব্যাপারে লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. রেখা ফেরদাউস জানান, গাছগুলো অনেক আগে মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রোপণ করা হয়েছে। মূলত ওই জমি প্রাথমিক বিদ্যালয়ের। এখন সড়ক উন্নয়নের কাজ চলায় গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের জমিতে গাছ হওয়ায় আমরা তা সরাতে পারছি না। গাছগুলো মাঠ থেকে সরাতে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলেছি।

এ ব্যাপারে বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, আমি কিছুদিন হলো এই বিদ্যালয়ে যোগ দিয়েছি। খোঁজ নিয়ে জেনেছি গাছগুলো আমাদেরই। কীভাবে এ গাছগুলো সরানো যায় তার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথাও বলেছি।

তিনি বলেছেন একটি রেজ্যুলেশন করে গাছগুলো মাঠ থেকে সরিয়ে নিতে। ওই নির্দেশনা পেয়ে আমরা এরই মধ্যে রেজ্যুলেশন তৈরির কাজ শুরু করেছি। বিদ্যালয় বন্ধ থাকায় মূলত একটু দেরি হচ্ছে। তবে বিদ্যালয় খোলার কিছুদিনের মধ্যেই আমরা মাঠ থেকে গাছগুলো সরিয়ে নেব।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, খোঁজ নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের মাঠ থেকে গাছগুলো সরানোর প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলব। যাতে করে শিক্ষার্থী এবং স্থানীয় তরুণ-যুবকরা ওই মাঠে নির্বিঘ্নে খেলাধুলা করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ বছরই ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ!

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এনসিপি নেতার কন্যা

‘নিঃসন্দেহে এটি ইতিহাসে থাকার মতো একটি ছবি’

গাঁজা বিক্রি নিষেধ করায় খুন হন সাম্য

ডায়বেটিসসহ যেসব রোগে বাতিল হতে পারে মার্কিন ভিসা আবেদন

নিজ ঘরের সামনে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস

সারারাত ডিউটি শেষে সকালে পুলিশ সদস্যের মৃত্যু

যাকে নিয়ে প্রেমের গুঞ্জন, তার সঙ্গেই সামান্থা 

গাড়ির ধাক্কায় উত্তরার সড়কে মাছ ব্যবসায়ী নিহত

১০

১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি

১১

আসছে টানা ৩ দিনের ছুটি

১২

ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণ, খালু গ্রেপ্তার

১৩

ফের ৩ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

১৪

ঝাড়খণ্ড / ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে এইচআইভি আক্রান্ত ৫ শিশু

১৫

আইসিসির সভায় এশিয়া কাপের ট্রফি হস্তান্তর নিয়ে যা হলো

১৬

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

১৭

অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ

১৮

‘ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে’

১৯

নাসির গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

২০
X