লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঠেলাঠেলিতে খেলার মাঠে পড়ে আছে গাছ

লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পড়ে আছে গাছ। ছবি : কালবেলা
লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পড়ে আছে গাছ। ছবি : কালবেলা

ভোলার লালমোহন উপজেলার একটি বিদ্যালয়ের খেলার মাঠে পড়ে আছে অন্তত ছোট-বড় ২৫টি গাছ। দুই মাসের মতো উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠের অধিকাংশ জায়গাজুড়ে গাছ পড়ে থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় তরুণরা খেলাধুলা করতে পারছেন না। এতে শিক্ষার্থীসহ তরুণরা স্মার্টফোনের অপব্যবহার ও মাদকে আসক্ত হচ্ছেন বলে দাবি স্থানীয়দের।

জানা গেছে, লালমোহন উপজেলার রায়চাঁদ বাজার সংলগ্ন এলাকা থেকে লর্ডহার্ডিঞ্জ বাজার পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের কারণে লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠের অংশে থাকা সড়কের পাশের গাছগুলো উপড়ে ফেলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। প্রায় দুই মাস আগে ওই স্থানের ছোট-বড় অন্তত ২৫টি চাম্বল গাছ উপড়ে মাঠের মধ্যে ফেলে রাখলেও, তা সরাতে কেউ কোনো উদ্যোগ নেননি। লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এবং বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে গাছগুলো পড়ে রয়েছে মাঠের মধ্যেই।

মাঠে গাছ থাকায় খেলাধুলায় বিঘ্ন ঘটছে উল্লেখ করে স্থানীয় যুবক মো. সোহায়েব বলেন, লর্ডহার্ডিঞ্জ এলাকার শিক্ষার্থীসহ তরুণ-যুবকদের খেলাধুলার একমাত্র মাঠ এটি। তবে কয়েক মাস হয়েছে মাঠের অধিকাংশ জায়গাজুড়ে বেশ কিছু গাছ পড়ে রয়েছে। খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন এই এলাকার ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীসহ তরুণ-যুবকরা। দ্রুত মাঠ থেকে গাছগুলো সরিয়ে খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

গাছ সরানোর ব্যাপারে লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. রেখা ফেরদাউস জানান, গাছগুলো অনেক আগে মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রোপণ করা হয়েছে। মূলত ওই জমি প্রাথমিক বিদ্যালয়ের। এখন সড়ক উন্নয়নের কাজ চলায় গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের জমিতে গাছ হওয়ায় আমরা তা সরাতে পারছি না। গাছগুলো মাঠ থেকে সরাতে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলেছি।

এ ব্যাপারে বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, আমি কিছুদিন হলো এই বিদ্যালয়ে যোগ দিয়েছি। খোঁজ নিয়ে জেনেছি গাছগুলো আমাদেরই। কীভাবে এ গাছগুলো সরানো যায় তার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথাও বলেছি।

তিনি বলেছেন একটি রেজ্যুলেশন করে গাছগুলো মাঠ থেকে সরিয়ে নিতে। ওই নির্দেশনা পেয়ে আমরা এরই মধ্যে রেজ্যুলেশন তৈরির কাজ শুরু করেছি। বিদ্যালয় বন্ধ থাকায় মূলত একটু দেরি হচ্ছে। তবে বিদ্যালয় খোলার কিছুদিনের মধ্যেই আমরা মাঠ থেকে গাছগুলো সরিয়ে নেব।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, খোঁজ নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের মাঠ থেকে গাছগুলো সরানোর প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলব। যাতে করে শিক্ষার্থী এবং স্থানীয় তরুণ-যুবকরা ওই মাঠে নির্বিঘ্নে খেলাধুলা করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজবাগ থানার ৫নং ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভা অনুষ্ঠিত

সংস্কৃতি মন্ত্রণালয়ে যুক্ত হচ্ছে জব্বারের বলীখেলা ও সাম্পান বাইচ

নিজের গুলিতে প্রাণ গেল ভারতীয় সেনার

সরকার কত টাকার সম্পদ জব্দ করেছে, জানালেন প্রেস সচিব

কর্নেল কুরেশিকে আপত্তিকর মন্তব্য, মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

‘বিয়ারিং কাজ না করায়’ খুলে যায় উড়োজাহাজের চাকা : বিমান কর্তৃপক্ষ

এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লংমার্চ ২১ মে

‘পলিথিনের পরিবর্তে কাপড়-পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস করতে হবে’

স্কুলে যাওয়ার পথে ঘাতক বাসের চাপায় বাবা-মেয়ের পা বিচ্ছিন্ন

টুঙ্গিপাড়ায় ফুলের নামে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ শেখ পরিবার

১০

স্ত্রীসহ রাজউকের সাবেক চেয়ারম্যানের অস্থাবর সম্পদ ফ্রিজ

১১

‘বিএনপির ৩১ দফায় সব ধর্মের সমান অধিকার-মর্যাদা নিশ্চিত হবে’

১২

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা পারভেজ মল্লিক

১৩

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আশঙ্কা

১৪

এক ছাতার নিচে আসছে দেশের সব বিশ্ববিদ্যালয়

১৫

যাত্রী বেশে অ্যাম্বুলেন্সে গাঁজা নিয়ে যাচ্ছিলেন সারোয়ার 

১৬

নতুন কর্মসূচির ঘোষণা ইশরাক সমর্থকদের

১৭

জমি নিয়ে বিরোধ / বিএনপি নেতার হামলায় চাচাতো ভাই নিহত

১৮

বিএনপির ৩১দফা বাস্তবায়ন হলে সব ধর্মের সমান মর্যাদা নিশ্চিত হবে : মীর হেলাল 

১৯

এবার দেশের মধ্যেই বড় বিপদে পাকিস্তান

২০
X