শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৪:২৯ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না মামুনের

বাঁ থেকে- মামুন ও তার মায়ের আহাজারি। ছবি : কালবেলা
বাঁ থেকে- মামুন ও তার মায়ের আহাজারি। ছবি : কালবেলা

কৃষকের ঘরে আলোর প্রদীপ হয়ে জন্মেছিল তিতুমীর কলেজের মেধাবী ছাত্র মামুন। অভাবের সংসারে দরিদ্রতার সঙ্গে লড়াই করে পড়াশোনা করেন। লেখাপড়ার পাশাপাশি পরিবারের অভাব ঘোচাতে অনলাইনে ফ্রিল্যান্সারের কাজ করে ভালোই আয়-রোজগার হচ্ছিল তার। এ কাজ করে টাকা জমিয়ে উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমানোর চেষ্টায় সফলতার দ্বারপ্রান্তে পৌঁছান তিনি। খুব অল্প সময়ের মধ্যে বিদেশ যাওয়ার ভিসাও পেয়ে যান খুব সহজেই। আগামী ২২ আগস্ট মধ্য আমেরিকার দেশ ফিলিজে যাওয়ার কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাস! বিদেশের ভিসা রেখেই মামুন চলে গেলেন পরপারে।

বলছিলাম কোটা সংস্কার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে পরিবারের সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে চির বিদায় নেওয়া স্বপ্নবাজ মামুনের কথা।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দি এলাকার আব্দুল গণি মাদবর ও হেনা বেগম দম্পতির চার ছেলের মধ্যে সবার ছোট মামুন মিয়া (২৫)। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী কৃষক পরিবারের এই ছেলেটি। তার স্বপ্ন ছিল আকাশছোঁয়া। ২০১৬ সালে স্থানীয় শৌলপাড়া মনোয়ার খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৮ সালে শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকার সরকারি তিতুমীর কলেজে ভর্তি হন। সরকারি তিতুমীর কলেজের স্নাতকোত্তরের পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। নিজের খরচ জোগানোর পাশাপাশি পাশে দাঁড়িয়েছিলেন পরিবারেরও। নিজের স্বপ্ন পূরণ করতে চাকরি নিয়ে ২২ আগস্ট মধ্য আমেরিকার দেশ বেলিজ যাওয়ার কথা ছিল তার। তবে তার স্বপ্ন যে অধরাই রয়ে গেল। বুলেটের আঘাতে নিভে গেল তার জীবন প্রদীপ।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ পারভেজ কালবেলাকে বলেন, আমি আর মামুনসহ বেশ কয়েকজন ঢাকার রামপুরার উলন ওয়াপদা রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকি। ওইদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। তাই আমিসহ মামুনের কয়েক বন্ধু মিলে রাত ১২টার দিকে রাস্তায় হাঁটতে বের হই। একসময় মামুন হেঁটে গলির সম্মুখে চলে যায়। আর কিছুক্ষণ পর আইন শৃঙ্খলাবাহিনীর একটি গাড়ি থেকে গুলি চালানো হয়। দৌড়ে পালাতে যাওয়ার সময় একটি গুলি মামুনের মাথায় লাগে। এরপর তাকে উদ্ধার করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নিয়ে যাই। পরের দিন শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে বিষয়টি আমরা ফোন করে তার পরিবারকে জানাই।

সরেজমিনে গিয়ে নিহত মামুনের বাড়িতে দেখা যায়, বাড়ির উঠান ভর্তি মানুষ। মা হেনা বেগম ঘরের বারান্দার একটি খুঁটি ধরে আহাজারি করছেন। তাকে সান্ত্বনা দিতে ছুটে এসেছেন প্রতিবেশীরা। বাবা আব্দুল গণি মাদবর অসুস্থ। একটু কান্না করতেই আবার নিশ্চুপ হয়ে বসে থাকেন।

আহাজারি করতে করতে মামুনের মা হেনা বেগম বলেন, আমার পোলায় কইছিল- মা আমার জন্য নামাজ পড়ে দোয়া করিও, আমি যেন ভালোভাবে বিদেশ যাইতে পারি। আমি বিদেশ গিয়া টাকা পাঠাইলে তোমাদের সব কষ্ট শেষ হইয়া যাইবো। এহন দেহি ও আমাগোরে ফাঁকি দিয়া কবরে চইলা গেল।

মামুনের বড় ভাই রুবেল বলেন, মামুন অনেক মেধাবী ছিল। ও নিজের প্রচেষ্টায় এতদূর এসেছে। নিজে পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজ করে রোজগার করত। ওর আয়ের ওপর আমাদের পরিবার নির্ভরশীল ছিল। এখন আমাদের পরিবারটা কীভাবে চলবে জানি না। আমার ভাইয়ের মতো এমন মৃত্যু যেন আর কারও না হয়- সরকারের কাছে এটাই দাবি।

মামুন মিয়ার প্রতিবেশী আল-আমিন বলেন, মামুন ভাইর ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি অনেক টান ছিল। তার আগ্রহ দেখে পরিবারের সবাই মিলে পড়াশোনা করায়। সে আমাদের এলাকার উচ্চ বিদ্যালয় থেকে সেকেন্ড পজিশন মার্ক পেয়ে এসএসসি পাস করে। সে পড়াশোনা করে অনেক দূর এগিয়ে গেছিল। কয়েক দিনের মধ্যে তার আমেরিকায় যাওয়ার কথা ছিল। কিন্তু তার সে স্বপ্ন আর পূরণ হলো না। তার মৃত্যুতে পরিবারটি পথে বসে গেল।

শৌলপাড়া মনোয়ার খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন বলেন, মামুন ছেলেটি মেধাবী ও ভদ্র ছিল। কয়েক দিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। তখন আমাকে জানায় ও কিছুদিনের মধ্যে বেলিজ যাচ্ছে। ওর এমন মৃত্যু আমাকে চরমভাবে ব্যথিত করেছে। আল্লাহ যেন ওর ভুলগুলো ক্ষমা করে জান্নাত দান করেন।

শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, ছেলেটি ওর সফলতার দ্বারপ্রান্তে চলে এসেছিল। আর কিছুদিন পরে ওর পরিবারের হয়তো আর কষ্ট থাকত না। এমন মৃত্যু মেনে নেওয়ার মতো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিজেই জমা হবে অনলাইনে, কতটা ভালো?

ভিডিও তৈরির যে অ্যাপ সবার জন্য উন্মুক্ত করল গুগল

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

১০

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

১১

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

১২

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

১৩

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

১৪

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১৫

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১৬

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৭

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৮

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৯

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

২০
X