মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প 

৬ কর্মকর্তার দেড়শ কোটি টাকা আত্মসাৎ

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। পুরোনো ছবি
মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। পুরোনো ছবি

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের এমডি আবুল কালাম আজাদসহ ৬ শীর্ষ কর্মকর্তার দেড়শ কোটি টাকা আত্মসাৎ ও লুটপাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দীর্ঘদিন ধরে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সিন্ডিকেট করে টেন্ডার ও কমিশন বাণিজ্যে ও বিভিন্ন কোম্পানির মালামাল পাস দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের তথ্যসহ সম্প্রতি সংস্থাটির একাধিক কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন।

অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে গত ৯ জুলাই কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে চিঠি পাঠানো হয় এবং ১৫ জুলাই কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত শেষ করে সে অনুযায়ী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠি ও দুদক সূত্রে জানা যায়, মাতারবাড়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) এমডি আবদুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক (অর্থ) মোহাম্মদ শহীদ উল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (নকশা) মো. কামরুল ইসলাম, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আলফাজ উদ্দিন ও ডিজিএম (ডেপুটেশন) মতিউর রহমানের বিরুদ্ধে মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে তদন্তাধীন বিষয়গুলোর মধ্যে এ পর্যন্ত ১৪ কোটি ডলার মূল্যের ১৬টি কাজের বৈচিত্র্যের মধ্যে ১১টি কাজের বৈচিত্র্য অনুমোদন ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এসব কাজের ভিন্নতা দেওয়ার আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়।

এ ছাড়া বোর্ডের অনুমতি ছাড়াই প্রকল্পের টাউনশিপ এলাকায় বালু ভরাটের কাজে তারতম্য দেওয়া এবং চুক্তি অনুযায়ী বিটুমিন বা পিচের পরিবর্তে কংক্রিটের রাস্তা নির্মাণের নামে ৬৮ কোটি টাকা আত্মসাৎ করা, বোর্ডের অনুমতি ছাড়াই নিলাম ছাড়াই স্ক্র্যাপ বিক্রি করে ২১ দশমিক ৬ মিলিয়ন ডলার নেওয়া হয়েছে। ৫৩ কোটি টাকা লোকসান, প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরামর্শক নিয়োগে ৮ কোটি ১২ লাখ টাকার অপব্যবহার, যন্ত্রপাতি ক্রয়ের চুক্তিতে উল্লিখিত দেশের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে নিম্নমানের পণ্য কিনে কোটি কোটি টাকা অপচয় এবং ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

সবমিলে বিভিন্ন সুযোগ-সুবিধা ও রাস্তাঘাট নির্মাণ এবং যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় দেড়শ কোটি টাকা অর্থ আত্মসাৎ ও লুটপাটের সন্ধান পাওয়া পরপরই এরইমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক।

কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ অভিযোগ চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কমিশনের চিঠি পাওয়ার পর দুর্নীতির তদন্ত শুরু করেছি। মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে অনিয়ম। তবে এখনই প্রমাণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

অভিযোগের বিষয়ে জানতে সিপিজিসিবিএল এমডি আব্দুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে ফোনটি রিসিভ হয়নি।

ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুচি, কচুরি আর পুরির পার্থক্য জানেন তো

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ওটস নিয়মিত খেলে কী ঘটে শরীরে? জেনে নিন

১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

সীমান্তে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে

বিদেশে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ দিতে চায় দুদক

স্থগিত লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

এদেশে আর আমি-ডামি নির্বাচন হবে না : সেলিমুজ্জামান

ভারতে পর্যটক গমনে টানা পাঁচ বছর দ্বিতীয় বাংলাদেশ

আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

১০

খেলোয়াড়দের কথা মাথায় রেখে বিশ্বকাপে নতুন নিয়ম আনছে ফিফা

১১

দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

১২

ভারত-কানাডার ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

১৩

মায়ামি নাকি উরুগুয়ে, ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

১৪

মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি

১৫

ওমরাহ পালনে ঢাকা ছাড়লেন ওমর সানী

১৬

জিমেইলের এই স্বয়ংক্রিয় সেটিংটি বন্ধ করুন এখনই

১৭

বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডের বাইরে সালাহ

১৮

জাপার কেন্দ্রীয় নেতা এবার হাতপাখার প্রার্থী, সমালোচনার ঝড়

১৯

মায়ের স্বর্ণের হার বন্ধুদের ভাগ করে দিল ছেলে

২০
X