বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় মসজিদে আশ্রয় নেওয়া যুবককে কুপিয়ে হত্যা

মসজিদে আশ্রয় নেওয়া যুবককে কুপিয়ে হত্যা
এরুলিয়া বড় জামে মসজিদ। ছবি : সংগৃহীত

বগুড়ায় ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নেওয়া এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) ভোর ৫টার দিকে এরুলিয়া খন্দকার পাড়ায় মসজিদের ভেতর তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত যুবকের নাম রতন জিলাদার ওরফে কাবিলা (৩০)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া জিলাদারপাড়ার মৃত শাবদুল জিলাদারের ছেলে। তিনি মাংসের দোকানে কর্মচারী ছিলেন।

কাবিলা তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গত বুধবার একই এলাকার আরিফুল ও আমিন নামের দুই যুবককে মারধর করে।

ওই ঘটনার জেরে কাবিলাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের মা শিরানা বেওয়া ও বোন সফুরা বেগম।

নিহতের মা ও বোন জানান, অভিযুক্ত আরিফুল সম্পর্কে কাবিলার ভাগ্নে, আর আরিফুলের ভগ্নিপতি হলো আমিন। আরিফুল তিন বছর আগ থেকে কাবিলার স্ত্রীকে উত্ত্যক্ত করছিল।

কিছুদিন আগে কাবিলা বাইরে থাকায় তার স্ত্রীকে ধর্ষণ করে আরিফুল। এরপর ওই ঘটনা প্রকাশের ভয় দেখিয়ে তাকে আবার ধর্ষণের চেষ্টা চালায়।

কাবিলার স্ত্রী জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে আরিফুল ও আমিন তার ঘরে ঢোকার চেষ্টা করে। সে সময় কাবিলা বাড়িতে পৌঁছলে ওই দুজন পালিয়ে যায়। রাতে তিনি (কাবিলার স্ত্রী) আগের ঘটনাসহ বিস্তারিত স্বামীকে জানান।

পরদিন দুপুরে আরিফুল ও আমিনকে গ্রামের রাস্তায় বসে থাকতে দেখে কাবিলা তাদের মারধর করে। পরে আরিফুল বিষয়টি থানা পুলিশকে জানালে বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। উভয় পক্ষের বক্তব্য শুনে পুলিশ ধর্ষণের বিষয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন।

নিহতের স্ত্রী আরও জানান, আরিফুল ও আমিন বুধবার দুপুরের পর থেকেই কাবিলাকে হুমকি দিচ্ছিল। শুক্রবার ভোরে কাবিলা গোদারপাড়া বাজারে মাংসের দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

এরপরই তারা রামদা নিয়ে ধাওয়া করে। কাবিলা ভয়ে স্থানীয় এক মসজিদের ভেতর ঢুকলে সেখানেই তাকে কুপিয়ে হত্যা করে তারা।

এরুলিয়া বড় জামে মসজিদের মোয়াজ্জিন কারি মোহাম্মদ আসলাম হোসেন জানান, ফজরের আজান দিয়ে মসজিদের দরজা খোলা রেখে তিনি ওয়াশরুমে যান।

এরই মধ্যে মজসিদের বারান্দায় চিৎকার শুনতে পান। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি ভেতরে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। মসজিদের মাইকে ঘটনাটি গ্রামবাসীকে জানানোর পর গ্রামের লোকজন গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম কালবেলাকে বলেন, নিহত রতন ওরফে কাবিলার স্ত্রীকে এর আগে ধর্ষণের জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার জানিয়েছে।

ঘটনার পর থেকে আরিফুল ও আমিন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করছে। নিহত রতনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের দোকানে কৃষককে গুলি করে হত্যা

তারেক রহমান এসএসএফের নিরাপত্তা পাবেন কিনা, জানালেন রিজওয়ানা 

খালেদা জিয়ার আপসহীন অবস্থান জাতির জন্য চিরকাল স্মরণীয় : মাসুদ সাঈদী

শাকসু নির্বাচনে ২৫১ জনের মনোনয়ন সংগ্রহ, নারী প্রার্থী ৩৪

গোয়াল ঘরে আগুনে পুড়ে ৫ গবাদি পশুর মৃত্যু

বিএনপি উন্নয়নের রাজনীতি করে, জামায়াত বিশ্বাসঘাতকতার : কাজী আলাউদ্দিন

চিলমারীতে হানাদার মুক্ত দিবস পালিত

খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিংয়ে হত্যার চেষ্টা হয়েছে : খায়রুল কবির 

চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশ শুক্রবার

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

১০

লন্ডনে জামায়াত সেক্রেটারি / সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন

১১

সুখবর পেতে যাচ্ছেন তারেক রহমান

১২

ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

১৩

খালেদা জিয়া ঐক্যের প্রতীক : আমিনুল হক

১৪

বিরল প্রজাতির শকুন উদ্ধার

১৫

নভেম্বরে আড়াই লাখ ব্যানার-পোস্টার অপসারণ করেছে ডিএনসিসি

১৬

গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে সহপাঠীসহ ৩ জন রিমান্ডে

১৭

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে মধ্যরাতে

১৮

কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট করল দুর্বৃত্তরা

১৯

বন্ধুত্বের টানে যশোরে কোরিয়ান নাগরিক সিমকো 

২০
X