শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করা হয়েছে। পরে উত্তেজিত জনতা হরিপুরে ঠাকুরগাঁও-২ সংসদ্য সদস্য মাজহারুল ইসলামের বাড়িতে ও হরিপুর আওয়ামী লীগের অফিসে আগুন দেয়।
এ সময় উপজেলার বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে।
অপরদিকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে থানা বিএনপির সহসভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান রফিুল ইসলাম ও যুগ্ম সম্পাদক আব্দুল কুদুসের মধ্যে মারামারির ঘটনায় দুজনেই গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় উপজেলা বিএনপির সভাপতি জামালউদ্দিন, সাবেক সম্পাদক ইসমাউল হোসেনসহ বিএনপির নেত্রীরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন