দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার আব্বু কোথায়, আমি আব্বুর কাছে যাব’

বাবার ছবি দেখিয়ে কান্না করছে নিহত বাদশা রুবেলের শিশুকন্যা নৌফা। ছবি : কালবেলা
বাবার ছবি দেখিয়ে কান্না করছে নিহত বাদশা রুবেলের শিশুকন্যা নৌফা। ছবি : কালবেলা

শিশু নৌফার বয়স ছয় বছর। বাবা বাদশা রুবেলের ছবি হাতে নিয়ে হাউমাউ করে কাঁদছে আর কাউকে পেলেই বলছে, ‘আমার আব্বু কোথায়, আমি আমার আব্বুর কাছে যাব, আমার আব্বুকে এনে দাও, কাকে আব্বু বলে ডাকব, ওরা আমার আব্বুকে গুলি করে মেরে ফেলেছে, আমার আব্বুকে কেন মারল ওরা’।

নৌফার এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি উপস্থিত কেউ। তার আহাজারিতে আশপাশে থাকা মানুষের চোখও ভিজে ছলছল করছিল। বাবার জন্য নৌফার এমন আকুতিতে কাঁদছেন সবাই। জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকেন অনেকেই। তবুও নৌফার এমন আকুতি যেন থামছিল না।

রোববার (৪ আগস্ট) কুমিল্লার দেবিদ্বারে অসহযোগ আন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল। বাদশা রুবেল (৩৩) দেবিদ্বার পৌরসভা বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন বাসচালক ছিলেন।

সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা গেছে, স্বামীকে হারিয়ে শোকে স্তব্ধ ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হেপি আক্তার। কিছুক্ষণ পরপর চিৎকার দিয়ে কান্না করেন। আগত প্রতিবেশীদের মুখের দিকে তাকিয়ে থাকেন। কাউকে পেলেই কাঁদতে কাঁদতে বলছেন, ‘তোমরা আমার স্বামীকে এনে দাও, আমার পেটে ৯ মাসের বাচ্চা। আমি তাকে কী জবাব দেব।

রুবেলের বৃদ্ধা মা হোসেনে আরা বেগম একমাত্র ছেলেকে হারিয়ে শোকে নিস্তঃব্ধ হয়ে গেছেন। বিলাপ করতে করতে বলেন, আমার বুকের ধনকে কাইড়া নিল। আমার বুকের মানিককে ফিরিয়ে দেন। আমি জড়িয়ে ধরব, আমার একমাত্র ছেলের বুকে কোন পাষণ্ড গুলি করল। আমার নাতিনকে এতিম করল কারা, আহারে আমারে মা বলে ডাক দিবো কে?

নিহত রুবেলের চাচা আবদুস সাত্তার বলেন, রুবেলের সংসারটি একেবারে ধ্বংস হয়ে গেল। তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার ছয় বছরের একটি মেয়ে আছে। বাস চালিয়ে কোনোরকম সংসার চালাচ্ছিল। বর্তমানে সংসারটি অসহায় হয়ে পড়েছে। যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের বিচার দাবি করছি।

নিহত রুবেলের বড় বোন লাভলী আক্তার বলেন, সংঘর্ষের আগের দিন রাতে আমার ভাই বাস রেখে বাড়িতে আসছে। সকালে কে যেন একটি ফোন করছে, ফোন পাওয়ার পর ঘর থেকে বের হয়ে যায়। এরপর দুপুরে শুনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন আমার ভাইকে গুলি করে রাস্তায় ফেলে রাখছে। যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের বিচার করছি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এএফএম তারেক মুন্সি বলেন, রুবেল দলের জন্য অত্যন্ত নিবেদিত একজন মানুষ ছিলেন। তাকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এর বিচার একদিন দেবিদ্বারের মাটিতে হবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে রুবেলের পরিবারের দায়িত্ব নিয়েছি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, জেলা প্রশাসক নিহত রুবেলের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তিনি আমাকে ফোন করেছিলেন। আমি রুবেলের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি পরিবারের সঙ্গে দেখা করতে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শেষ রোববার

ইউসিটিসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা’

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিচার দাবি

অশুভ শক্তি দমনে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে : কামাল হোসেন

জাপা কার্যালয়ের সামনে ফের হামলা, গুরুতর আহত নুর

চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াই : মিস করা যাবে না এই ১০ ম্যাচ

১০

বে গ্রুপে আবেদন করুন, আর দুদিন বাকি

১১

নারী সেজে কিশোরীকে ধর্ষণ করলেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা

১২

শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

১৩

সবচেয়ে সুবিধাবাদী দল জামায়াতে ইসলামী : এলডিপি মহাসচিব

১৪

শনিবার যেসব জেলায় বিদ্যুৎ থাকবে না

১৫

চাকসুর দপ্তরের দুই পদে প্রার্থী হতে পারবেন নারীরাও

১৬

দেশে অরাজকতা সৃষ্টি করতে আ.লীগ নেতারা ফান্ডিং করছে : সপু

১৭

ফুডপান্ডায় অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ, আবেদন করুন আজই

১৮

‘আমরা এমন সরকার গঠন করতে চাই যার সবাই ভালো’

১৯

প্রতিদিন এক কাপ লবঙ্গ চায়ের ৯টি দারুণ উপকারিতা

২০
X