‘আমার দেশ আমি গড়বো- দাঙ্গা হলে রুখে দিবো’ স্লোগানে চাঁদপুরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নানা তৎপরতা দেখিয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দিনব্যাপী চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেন।
এর মধ্যে সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষদের ধর্মীয় স্থান এবং বাড়িঘর ও সম্পদ রক্ষা এবং সংহিতার বিরুদ্ধে সমাবেশ করা হয়। এরপর সেখান থেকে শিক্ষার্থীরা বিজয় মিছিল করে শহর প্রদক্ষিণ করেন।
তাছাড়া তাদের সমন্বয়করা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে চাঁদপুরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে ও দেয়ালে সৌন্দর্য বর্ধনে স্প্রে রং তুলি দিয়ে গ্রাফিতি অঙ্কন করে। একই সঙ্গে তাদের অন্য টিমগুলো বাসস্ট্যান্ডে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের ভূমিকায় কাজ করে এবং সদর উপজেলা হতে সড়ক বিভাগ পর্যন্ত বিভিন্ন ভাঙচুর ও জ্বালাও পোড়াওয়ের ধ্বংসাবশেষ পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলে।
শিক্ষার্থীদের সমন্বয়ক মো. রাজু বলেন, আমরা শান্তিপূর্ণ চাঁদপুর গড়তে সবসময় রাজপথে থাকব। কেউ যাতে গুজব বা প্রতিহিংসা পরায়ন হয়ে কারও ওপর হামলা বা বাড়িঘরে অগ্নিসংযোগ বা বর্বরতা না চালায় সেদিকে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন