সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ঘোষণা

কারখানা বন্ধ ঘোষণায় ফিরে যাচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
কারখানা বন্ধ ঘোষণায় ফিরে যাচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

কয়েক দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলো। তবে সকাল আনুমানিক ১০টার দিকে উইন্টার ড্রেস, কাজল গার্মেন্টস, নিউ হরাইজন, মেট্রোসহ বেশ কিছু শিল্প কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

জানা যায়, বুধবার (৭ আগস্ট) সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলার ঘটনা ঘটেছে, তাই আতঙ্কিত হয়ে মালিকপক্ষ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা বলছেন, তারা কাজ করতে চান। যে কোনো পরিস্থিতিতে কারখানাগুলোকে খোলা রাখার দাবি শ্রমিকদের।

পোশাক শ্রমিক কাইয়ুম বলেন, এই সময়টিতে আমাদের বেতন দেওয়া হয়। এখন কারখানা বন্ধ ঘোষণা করা হওয়ায় দুশ্চিন্তায় পড়ে গেলাম। বাসা ভাড়া আর দোকানের বাকি বিল দেব কীভাবে ভাবছি। আমি চাই, যে কোনো মূল্যে গার্মেন্টসগুলো খোলা রাখা হোক। আমরা কাজ করতে চাই। এতদিন বন্ধ থাকার কারণে আমাদের মালিকদেরও অনেক ক্ষতির মধ্যে পড়তে হয়েছে। গার্মেন্টস মালিকরা অনেক লোকসানের মুখে পড়েছে। ভেবেছিলাম অতিরিক্ত কাজ করে ক্ষতি পুষিয়ে দেব। কিন্তু এখন আবার বন্ধ করে দেওয়ায় হতাশ হয়েছি।

মিল্টন নামে আরেক শ্রমিক বলেন, আকস্মিক কেন কারখানা বন্ধ করে দিল, কিছুই বুঝতে পারছি না । আমরা কাজ করতে চাই। দ্রুত কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

কারখানা বন্ধের বিষয়ে জানতে চাইলে উইন্টার ড্রেস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ঝামেলার কথা শুনেছি। কোনো কোনো ফ্যাক্টরিতে নাকি হামলাও হয়েছে। সেসব কারণে আতঙ্কিত হয়ে আমরা আমাদের ফ্যাক্টরি এবং শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে আজকের জন্য বন্ধ ঘোষণা করেছি। আগামীকাল থেকে আমাদের ফ্যাক্টরি যথারীতি খুলে দেওয়া হবে।

গার্মেন্টসগুলোতে হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বলেন, আমি এখন কোনো মন্তব্য করতে পারব না। পুলিশের কাজ করার কোনো পরিবেশ নেই। আমরা এখন নিজেরাই আতঙ্কিত। জীবনবাজি রেখে নিজের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অথচ এখন আমি এবং আমরা নিজেরাই আমাদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দেশের গ্রিন কার্ডধারীদের পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র, তালিকায় যারা

সৃজিতের সিনেমায় বদলে গেল নায়িকা

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

হংকংয়ের আগুন নিয়ন্ত্রণে, নিহত অন্তত ৯৪

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

ভূমিকম্পের ‘উচ্চ ঝুঁকিতে’ মধুপুর ফল্ট, শঙ্কিত টাঙ্গাইলবাসী

২৮ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ওয়াশিংটনে গুলিবর্ষণ, নিহত ন্যাশনাল গার্ড সদস্য

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আমিরাত, কিন্তু কেন?

১০

বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে আগুন, দগ্ধ ৪

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

২৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

চলন্ত বাসের খোলা লকারের ধাক্কায় যুবক নিহত

১৪

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৫

পাবনায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির

১৬

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

১৭

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

১৮

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

১৯

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

২০
X