সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ঘোষণা

কারখানা বন্ধ ঘোষণায় ফিরে যাচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
কারখানা বন্ধ ঘোষণায় ফিরে যাচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

কয়েক দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলো। তবে সকাল আনুমানিক ১০টার দিকে উইন্টার ড্রেস, কাজল গার্মেন্টস, নিউ হরাইজন, মেট্রোসহ বেশ কিছু শিল্প কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

জানা যায়, বুধবার (৭ আগস্ট) সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলার ঘটনা ঘটেছে, তাই আতঙ্কিত হয়ে মালিকপক্ষ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা বলছেন, তারা কাজ করতে চান। যে কোনো পরিস্থিতিতে কারখানাগুলোকে খোলা রাখার দাবি শ্রমিকদের।

পোশাক শ্রমিক কাইয়ুম বলেন, এই সময়টিতে আমাদের বেতন দেওয়া হয়। এখন কারখানা বন্ধ ঘোষণা করা হওয়ায় দুশ্চিন্তায় পড়ে গেলাম। বাসা ভাড়া আর দোকানের বাকি বিল দেব কীভাবে ভাবছি। আমি চাই, যে কোনো মূল্যে গার্মেন্টসগুলো খোলা রাখা হোক। আমরা কাজ করতে চাই। এতদিন বন্ধ থাকার কারণে আমাদের মালিকদেরও অনেক ক্ষতির মধ্যে পড়তে হয়েছে। গার্মেন্টস মালিকরা অনেক লোকসানের মুখে পড়েছে। ভেবেছিলাম অতিরিক্ত কাজ করে ক্ষতি পুষিয়ে দেব। কিন্তু এখন আবার বন্ধ করে দেওয়ায় হতাশ হয়েছি।

মিল্টন নামে আরেক শ্রমিক বলেন, আকস্মিক কেন কারখানা বন্ধ করে দিল, কিছুই বুঝতে পারছি না । আমরা কাজ করতে চাই। দ্রুত কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

কারখানা বন্ধের বিষয়ে জানতে চাইলে উইন্টার ড্রেস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ঝামেলার কথা শুনেছি। কোনো কোনো ফ্যাক্টরিতে নাকি হামলাও হয়েছে। সেসব কারণে আতঙ্কিত হয়ে আমরা আমাদের ফ্যাক্টরি এবং শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে আজকের জন্য বন্ধ ঘোষণা করেছি। আগামীকাল থেকে আমাদের ফ্যাক্টরি যথারীতি খুলে দেওয়া হবে।

গার্মেন্টসগুলোতে হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বলেন, আমি এখন কোনো মন্তব্য করতে পারব না। পুলিশের কাজ করার কোনো পরিবেশ নেই। আমরা এখন নিজেরাই আতঙ্কিত। জীবনবাজি রেখে নিজের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অথচ এখন আমি এবং আমরা নিজেরাই আমাদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিকার এক দেশে ব্যাপক সহিংসতা, নিহত ৭০০

টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব

সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াতপত্র

মোবাইল ফোন চুরি বা হারালে ব্লক করার প্রক্রিয়া

গণভোট নয়, জনগণ সরকার গঠন করবে ব্যালটে : জুয়েল

হাওরে জাল ফেলে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

প্যান্টের পকেটে লুকানো ছিল স্বর্ণের ৬ বার

জাতীয় নির্বাচনের তপশিল কবে, জানালেন ইসি আনোয়ারুল

ক্যাটরিনার ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে    

১০

ক্যানসারের কাছে হার মানলেন হাইমচর থানার ওসি সুমন

১১

দুই ব্যক্তি খুন করেছিল সুশান্তকে, দাবি বোনের 

১২

শেষ সিনেমায় জুবিনকে বিশেষ শ্রদ্ধা আসামবাসীর 

১৩

ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সৌদি

১৪

ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি চাকরিচ্যুত কর্মকর্তাদের

১৫

ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৬

একটি রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মামুন

১৭

ফাতেমা রানীর তীর্থোৎসবে আলোকিত গারো পাহাড়

১৮

যুক্তরাষ্ট্রকে ভণ্ড বলে কটাক্ষ করল ইরান

১৯

জুলাইবিরোধী অবস্থান / ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিল

২০
X