সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ঘোষণা

কারখানা বন্ধ ঘোষণায় ফিরে যাচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
কারখানা বন্ধ ঘোষণায় ফিরে যাচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

কয়েক দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলো। তবে সকাল আনুমানিক ১০টার দিকে উইন্টার ড্রেস, কাজল গার্মেন্টস, নিউ হরাইজন, মেট্রোসহ বেশ কিছু শিল্প কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

জানা যায়, বুধবার (৭ আগস্ট) সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলার ঘটনা ঘটেছে, তাই আতঙ্কিত হয়ে মালিকপক্ষ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা বলছেন, তারা কাজ করতে চান। যে কোনো পরিস্থিতিতে কারখানাগুলোকে খোলা রাখার দাবি শ্রমিকদের।

পোশাক শ্রমিক কাইয়ুম বলেন, এই সময়টিতে আমাদের বেতন দেওয়া হয়। এখন কারখানা বন্ধ ঘোষণা করা হওয়ায় দুশ্চিন্তায় পড়ে গেলাম। বাসা ভাড়া আর দোকানের বাকি বিল দেব কীভাবে ভাবছি। আমি চাই, যে কোনো মূল্যে গার্মেন্টসগুলো খোলা রাখা হোক। আমরা কাজ করতে চাই। এতদিন বন্ধ থাকার কারণে আমাদের মালিকদেরও অনেক ক্ষতির মধ্যে পড়তে হয়েছে। গার্মেন্টস মালিকরা অনেক লোকসানের মুখে পড়েছে। ভেবেছিলাম অতিরিক্ত কাজ করে ক্ষতি পুষিয়ে দেব। কিন্তু এখন আবার বন্ধ করে দেওয়ায় হতাশ হয়েছি।

মিল্টন নামে আরেক শ্রমিক বলেন, আকস্মিক কেন কারখানা বন্ধ করে দিল, কিছুই বুঝতে পারছি না । আমরা কাজ করতে চাই। দ্রুত কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

কারখানা বন্ধের বিষয়ে জানতে চাইলে উইন্টার ড্রেস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ঝামেলার কথা শুনেছি। কোনো কোনো ফ্যাক্টরিতে নাকি হামলাও হয়েছে। সেসব কারণে আতঙ্কিত হয়ে আমরা আমাদের ফ্যাক্টরি এবং শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে আজকের জন্য বন্ধ ঘোষণা করেছি। আগামীকাল থেকে আমাদের ফ্যাক্টরি যথারীতি খুলে দেওয়া হবে।

গার্মেন্টসগুলোতে হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বলেন, আমি এখন কোনো মন্তব্য করতে পারব না। পুলিশের কাজ করার কোনো পরিবেশ নেই। আমরা এখন নিজেরাই আতঙ্কিত। জীবনবাজি রেখে নিজের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অথচ এখন আমি এবং আমরা নিজেরাই আমাদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ ম্যাচ কঠিন করে জিতে শীর্ষে ফিরল চট্টগ্রাম

‘জুলাই সম্মাননা স্মারক’ পেলেন রাবির তিন সাংবাদিক

বিএনপির দুই নেতাকে বহিষ্কার

স্কুল-কলেজের এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

প্রস্রাবের রং দেখে কি শরীরের অবস্থা টের পাওয়া যায়? কখন ডাক্তারের কাছে যেতেই হবে

‘বেইমান’ আখ্যা পাওয়া ৩ নেতাকে দলে ফেরাল বিএনপি

টানা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিবকে গুলি

বিপিএল মাঝপথে রেখে পাকিস্তানে ফিরলেন মোহাম্মদ আমির

১০

৩৬৩ আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

১১

আ.লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, ইতিহাসে তা বিরল : প্রধান উপদেষ্টা

১২

জকসু নির্বাচন : ২৮ কেন্দ্রের ফলাফলে ছাত্রদল এগিয়ে

১৩

কুয়েতে তিন দিনব্যাপী খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন

১৪

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

১৫

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৬

শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সেমিনার

১৭

বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের

১৮

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

১৯

জামায়াত আমিরকে সাক্ষাতের অনুরোধ করে ভারতের দূতাবাস, ডা. তাহেরের দাবি

২০
X