শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ঘোষণা

কারখানা বন্ধ ঘোষণায় ফিরে যাচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
কারখানা বন্ধ ঘোষণায় ফিরে যাচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

কয়েক দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলো। তবে সকাল আনুমানিক ১০টার দিকে উইন্টার ড্রেস, কাজল গার্মেন্টস, নিউ হরাইজন, মেট্রোসহ বেশ কিছু শিল্প কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

জানা যায়, বুধবার (৭ আগস্ট) সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলার ঘটনা ঘটেছে, তাই আতঙ্কিত হয়ে মালিকপক্ষ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা বলছেন, তারা কাজ করতে চান। যে কোনো পরিস্থিতিতে কারখানাগুলোকে খোলা রাখার দাবি শ্রমিকদের।

পোশাক শ্রমিক কাইয়ুম বলেন, এই সময়টিতে আমাদের বেতন দেওয়া হয়। এখন কারখানা বন্ধ ঘোষণা করা হওয়ায় দুশ্চিন্তায় পড়ে গেলাম। বাসা ভাড়া আর দোকানের বাকি বিল দেব কীভাবে ভাবছি। আমি চাই, যে কোনো মূল্যে গার্মেন্টসগুলো খোলা রাখা হোক। আমরা কাজ করতে চাই। এতদিন বন্ধ থাকার কারণে আমাদের মালিকদেরও অনেক ক্ষতির মধ্যে পড়তে হয়েছে। গার্মেন্টস মালিকরা অনেক লোকসানের মুখে পড়েছে। ভেবেছিলাম অতিরিক্ত কাজ করে ক্ষতি পুষিয়ে দেব। কিন্তু এখন আবার বন্ধ করে দেওয়ায় হতাশ হয়েছি।

মিল্টন নামে আরেক শ্রমিক বলেন, আকস্মিক কেন কারখানা বন্ধ করে দিল, কিছুই বুঝতে পারছি না । আমরা কাজ করতে চাই। দ্রুত কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

কারখানা বন্ধের বিষয়ে জানতে চাইলে উইন্টার ড্রেস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ঝামেলার কথা শুনেছি। কোনো কোনো ফ্যাক্টরিতে নাকি হামলাও হয়েছে। সেসব কারণে আতঙ্কিত হয়ে আমরা আমাদের ফ্যাক্টরি এবং শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে আজকের জন্য বন্ধ ঘোষণা করেছি। আগামীকাল থেকে আমাদের ফ্যাক্টরি যথারীতি খুলে দেওয়া হবে।

গার্মেন্টসগুলোতে হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বলেন, আমি এখন কোনো মন্তব্য করতে পারব না। পুলিশের কাজ করার কোনো পরিবেশ নেই। আমরা এখন নিজেরাই আতঙ্কিত। জীবনবাজি রেখে নিজের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অথচ এখন আমি এবং আমরা নিজেরাই আমাদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃদ্ধা সখিনার বয়স্ক ভাতার টাকা খাচ্ছেন অন্যরা

দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নুরের সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়ার তথ্য জানালেন রাশেদ

নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে : প্রিন্স

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ডি পল–ডি মারিয়ার আবেগঘন প্রতিক্রিয়া

দেশের দুর্নীতি কোন পর্যায়ে, জানালেন টিআই চেয়ারম্যান

বাকৃবিতে ‘নাটকীয়’ পরিস্থিতি, ক্যাম্পাস সচল নিয়ে অনিশ্চয়তা

অনুপস্থিত চিকিৎসকের হাজিরা স্বাক্ষর করে ‘ভূত’

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আব্দুল হালিম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

১০

আশুলিয়ায় হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত

১১

একটি অপশক্তি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় : হাবিব

১২

৪০০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা

১৩

চাঁদপুরের সবুজ জিতলেন ৬৮ কোটি টাকা

১৪

কেশবপুরে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ 

১৫

সাংবাদিকদের ওপর হামলা / আসামিদের জামিন করালেন জাতীয়তাবাদী ঢাকা আইনজীবী ফোরামের আহ্বায়ক‎

১৬

মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত

১৭

বিদ্যুৎ বিপর্যয়ের মুখে সাড়ে ৬ লাখ গ্রাহক

১৮

রাসুলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে : তারেক রহমান 

১৯

চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ / সংসদীয় আসন বাড়ল গাজীপুরে, কমলো বাগেরহাটে

২০
X