সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের চৌহাট্টা পয়েন্টকে ‘বিজয় চত্বর’ নাম দিল আন্দোলনকারীরা

সিলেটের চৌহাট্টা পয়েন্টকে স্মরণীয় করে রাখতে ‘বিজয় চত্বর’ নাম দিল আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
সিলেটের চৌহাট্টা পয়েন্টকে স্মরণীয় করে রাখতে ‘বিজয় চত্বর’ নাম দিল আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

সিলেটের চৌহাট্টা পয়েন্টকে স্মরণীয় করে রাখতে ‘বিজয় চত্বর’ নাম দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আন্দোলনের শেষ মুহূর্তে পুরো সিলেটের মানুষ জড়ো হয় এখানেই।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই চৌহাট্টা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে শাবিকেন্দ্রিক আন্দোলন হলেও শেষের দিকে চৌহাট্টায় কয়েকটি কর্মসূচি পালিত হয়।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের এক দফা দাবিতে আন্দোলন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করে। এবার সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র নগরীর চৌহাট্টা পয়েন্টকে ‘বিজয় চত্বর’ হিসেবে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের চৌহাট্টায় সরেজমিনে দেখা যায়, সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির কিছু সংখ্যক শিক্ষার্থীরা চৌহাট্টার গোল চত্বরটিতে রঙ তুলি দিয়ে সাজিয়ে তুলছেন।

লাল-সবুজের পটভূমিতে সাদা হরফে ‘বিজয় চত্বর’ লেখা হয়েছে ষড়ভুজাকৃতির গোল চত্বরে। পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ এবং আন্দোলনের স্মরণে গ্রাফিতি আঁকতে দেখা যায় তাদের।

শিক্ষার্থীদের এমন নান্দনিক কর্মযজ্ঞ দেখে পথচারীদের অনেকেই তাদের বিজয় চিহ্ন প্রদর্শন করে অভ্যর্থনা জানান। চৌহাট্টার চত্বরের নামকরণে কাজ করছেন সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন রনি কালবেলাকে বলেন, আমরা দুটো দল উপশহর ও চৌহাট্টায় কাজ করে যাচ্ছি। চৌহাট্টার এ গোল চত্বরটিকে আমরা ‘বিজয় চত্বর’ হিসেবে ঘোষণা করছি। কেননা এই পয়েন্ট থেকেই আমরা স্বৈরাচার পতনের ১ দফা দাবিতে আন্দোলন করেছি।

আগামী প্রজন্মের কাছে এই স্থানটিকে নতুন নামে পরিচিত করিয়ে দিতেই এমন উদ্যোগ বলে জানান এ শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেটের জেলা সমন্বয়ক ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমতিয়াজ আহমদ শাফিন কালবেলাকে বলেন, সিলেটের সব আন্দোলন, সমাবেশ হয় সব এখান থেকেই হয়। ২০২৪ সালের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র শেষের দিকে চৌহাট্টা হয়ে ওঠে আন্দোলনের কেন্দ্রস্থল। এজন্য আমরা চাচ্ছি এই চত্বরটিকে সবাই ‘বিজয় চত্বর’ নামেই চিনুক।

শাফিন আরও বলেন, কিছুদিন আগে সরকারি পুলিশ বাহিনী এখানে আমাদের শান্তিপূর্ণ সভা-সমাবেশে অতর্কিতভাবে হামলা চালিয়েছিল। আমরা সেটা প্রতিরোধ করেছি। সরকারের পতন নিশ্চিত হওয়ার পর এখানে গোটা শহরের মানুষ এসে মিলিত হয়েছেন। পাশেই আমাদের শহীদ মিনার। আর এখানে ‘বিজয় চত্বর’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার আরেক দেশে জেন-জি বিক্ষোভ শুরু

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে আবু নাসের

 ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না’

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

রিজার্ভ আরও বাড়ল

করাচির সাত্তার বকশের কাছে পরাজিত স্টারবাকস

ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স : মহাপরিচালক

যুবলীগ নেতাকে বেআইনি সুবিধা, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’

১০

দেশের সর্বোচ্চ উচ্চতার আদিযোগী শিবমূর্তি গাইবান্ধায়

১১

৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু 

১২

মালয়েশিয়ায় বিয়ে করা নিয়ে প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা

১৩

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী রাজস্ব কর্মকর্তা 

১৪

যে ৫ ধরনের ব্যক্তির জন্য বেগুন খাওয়া বিপজ্জনক

১৫

দিনদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগসহ মোটরসাইকেল ছিনতাই

১৬

নাগরিক নিরাপত্তা অধিকার হুমকির মুখে, আসকের বিবৃতি

১৭

ধানমন্ডির রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’র বিশেষ প্রদর্শনী

১৮

এসএসসি পাসেই আড়ংয়ে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

এশিয়া কাপ বয়কটের ডাক দিয়ে যে কারণে সিদ্ধান্ত বদলাল পাকিস্তান

২০
X