সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের চৌহাট্টা পয়েন্টকে ‘বিজয় চত্বর’ নাম দিল আন্দোলনকারীরা

সিলেটের চৌহাট্টা পয়েন্টকে স্মরণীয় করে রাখতে ‘বিজয় চত্বর’ নাম দিল আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
সিলেটের চৌহাট্টা পয়েন্টকে স্মরণীয় করে রাখতে ‘বিজয় চত্বর’ নাম দিল আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

সিলেটের চৌহাট্টা পয়েন্টকে স্মরণীয় করে রাখতে ‘বিজয় চত্বর’ নাম দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আন্দোলনের শেষ মুহূর্তে পুরো সিলেটের মানুষ জড়ো হয় এখানেই।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই চৌহাট্টা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে শাবিকেন্দ্রিক আন্দোলন হলেও শেষের দিকে চৌহাট্টায় কয়েকটি কর্মসূচি পালিত হয়।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের এক দফা দাবিতে আন্দোলন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করে। এবার সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র নগরীর চৌহাট্টা পয়েন্টকে ‘বিজয় চত্বর’ হিসেবে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের চৌহাট্টায় সরেজমিনে দেখা যায়, সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির কিছু সংখ্যক শিক্ষার্থীরা চৌহাট্টার গোল চত্বরটিতে রঙ তুলি দিয়ে সাজিয়ে তুলছেন।

লাল-সবুজের পটভূমিতে সাদা হরফে ‘বিজয় চত্বর’ লেখা হয়েছে ষড়ভুজাকৃতির গোল চত্বরে। পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ এবং আন্দোলনের স্মরণে গ্রাফিতি আঁকতে দেখা যায় তাদের।

শিক্ষার্থীদের এমন নান্দনিক কর্মযজ্ঞ দেখে পথচারীদের অনেকেই তাদের বিজয় চিহ্ন প্রদর্শন করে অভ্যর্থনা জানান। চৌহাট্টার চত্বরের নামকরণে কাজ করছেন সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন রনি কালবেলাকে বলেন, আমরা দুটো দল উপশহর ও চৌহাট্টায় কাজ করে যাচ্ছি। চৌহাট্টার এ গোল চত্বরটিকে আমরা ‘বিজয় চত্বর’ হিসেবে ঘোষণা করছি। কেননা এই পয়েন্ট থেকেই আমরা স্বৈরাচার পতনের ১ দফা দাবিতে আন্দোলন করেছি।

আগামী প্রজন্মের কাছে এই স্থানটিকে নতুন নামে পরিচিত করিয়ে দিতেই এমন উদ্যোগ বলে জানান এ শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেটের জেলা সমন্বয়ক ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমতিয়াজ আহমদ শাফিন কালবেলাকে বলেন, সিলেটের সব আন্দোলন, সমাবেশ হয় সব এখান থেকেই হয়। ২০২৪ সালের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র শেষের দিকে চৌহাট্টা হয়ে ওঠে আন্দোলনের কেন্দ্রস্থল। এজন্য আমরা চাচ্ছি এই চত্বরটিকে সবাই ‘বিজয় চত্বর’ নামেই চিনুক।

শাফিন আরও বলেন, কিছুদিন আগে সরকারি পুলিশ বাহিনী এখানে আমাদের শান্তিপূর্ণ সভা-সমাবেশে অতর্কিতভাবে হামলা চালিয়েছিল। আমরা সেটা প্রতিরোধ করেছি। সরকারের পতন নিশ্চিত হওয়ার পর এখানে গোটা শহরের মানুষ এসে মিলিত হয়েছেন। পাশেই আমাদের শহীদ মিনার। আর এখানে ‘বিজয় চত্বর’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

পাবিপ্রবিতে বিলম্বে শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

পাকিস্তান নয় লিটনের ভাবনাজুড়ে ভারত সিরিজ

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের বৈঠক

মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি শেখ শাদী, সম্পাদক রিফুল

তোপের মুখে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পদত্যাগ

ট্রাকচাপায় দুই পোশাক শ্রমিক নিহত, গাজীপুরে সড়ক অবরোধ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

চাবিপ্রবির দুই শিক্ষককে বহিষ্কার

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম কমবে কবে?

১০

দলকে সেরাটা দেওয়া এখনো বাকি নাহিদ রানার

১১

বিধবার জমি দখলে নিলেন সাবেক মেম্বার

১২

মিরসরাইয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত

১৩

কেন্দ্রীয় ব্যাংকের কোন ডেপুটি গভর্নর কোন বিভাগের দায়িত্বে

১৪

বিটিআরসির নতুন চেয়ারম্যান এমদাদ উল বারী

১৫

ভারতের সঙ্গে করা চুক্তি জনসম্মুখে প্রকাশ করুন : পীর চরমোনাই

১৬

ঢাবির এসএম হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৭

‘লন কার্পেট’ ঘাস চাষে কৃষকের বছরে আয় ৬ লাখ টাকা

১৮

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

১৯

কসবায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

২০
X