পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে বেড়াতে গিয়ে নিখোঁজ আপন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষার ফলাফলে সাফল্য পাওয়ায় পরিবারে নতুন করে নেমে এসেছে শোক।
জানা গেছে, আপন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে। তিনি জামালপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আপনের বাবা হিরু বলেন, আপন ছোটবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী ছিল। পরীক্ষা শেষ করেই ও বলেছিল ভালো ফল করবে। আজ আমরা আপনের কৃত্বিতের ফল পেলাম। কিন্তু সে তো আর আমাদের মাঝে নেই। ছেলে হারানোর কষ্ট বুকে ছাইচাপা দিয়ে আমরা বেঁচে আছি। আপনের ফল পাওয়ার পরে সেই কষ্টটা আরও বেড়ে গেল।
জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন বলেন, আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। নিখোঁজ আপন পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।
প্রসঙ্গত, গত ২৪শে জুন বিকেলে বন্ধুদের সঙ্গে বাহাদুরাবাদ ঘাট দেখতে যায় আপন। এ সময় ঘাটে নোঙর করা যাত্রীবাহী লঞ্চে ওঠে তারা। একপর্যায়ে তারা লঞ্চের কিনারায় বসে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যায় আপন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখোঁজি করে আপনকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুদিন চেষ্টার পরেও তার খোঁজ পায়নি। এখনও তার মরদেহ পায়নি পরিবার।
মন্তব্য করুন