শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ভাঙচুর ও লুটপাটে জড়িত জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটে বিএনপির ৬জন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ১২ আগস্ট দেওয়া বিজ্ঞপ্তিটি বুধবার (১৪ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ছড়িয়ে দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি নুর জামান হক, হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাদেকুজ্জামান সেলিম, রেজাউল হোসেন ও জয়নাল আবেদিন এবং ভেলাগুড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন এবং সিংগীমারী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবদুল মোত্তালেব।
লালমনিরহাট জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জানান, বিএনপির নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হলে তার দায় বিএনপি ও সহযোগী সংগঠন নেবে না। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত স্থানীয় পর্যায়ের ওই ৬ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। ওইদিন দেশের বিদ্যমান পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে তাদের নামে। অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। যাদের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন