মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মুখ থুবড়ে পড়েছে শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা

শেখ হাসিনা মেডিকেল কলেজ ভবন। ছবি : কালবেলা
শেখ হাসিনা মেডিকেল কলেজ ভবন। ছবি : কালবেলা

নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের কার্যক্রম। ভবনবিহীন কার্যক্রম, ক্লাস সংকট, পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের অভাব ও ছাত্র-ছাত্রীদের আবাসনসহ নানা সংকটে দিন দিন মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা।

অপরদিকে একমাত্র আধুনিক হাসপাতালের ভবন দখল করে দীর্ঘদিন কার্যক্রম চালানোর ফলে দেখা দিয়েছে রোগীদের সিট সংকট। এসব সমস্যায় দিন দিন বিনষ্ট হয়ে পড়ছে কলেজের শিক্ষার মান। ইন্টার্ন চিকিৎসকদের প্র্যাকটিসের সুযোগ না থাকায় ভালো চিকিৎসক তৈরিতেও রয়েছে সংকট।

সূত্র মতে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫০ ছাত্রছাত্রী নিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ভবনের দুটি কক্ষে শুরু হয় শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। এরপর থেকে অদ্যাবধি নিজস্ব কোনো ভবন কিংবা জায়গার ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ। অনেকটা খুঁড়িয়েই চলছে মেডিকেল কলেজের কার্যক্রম।

মেডিকেল কলেজে ৯৬ জন শিক্ষকের মধ্যে আছেন ৫৩ জন। তাদের অনেকেই আবার নিয়মিত নন। ইদানীং কয়েকজন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। অন্তত ৮টি ক্লাসরুম থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৪টি। যে কারণে বাধ্য হয়েই অনেক সময় দাঁড়িয়ে ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এ ছাড়া এবার নতুন ১০০ শিক্ষার্থী ভর্তি হওয়ায় আরও বেশি বিপাকে পড়েছে কর্তৃপক্ষ।

যেখানে পুরোনো ছাত্রছাত্রীদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে, সেখানে আবার নতুন করে ১০০ শিক্ষার্থী ভর্তি হওয়ায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। ছাত্রীদের হোস্টেলের ব্যবস্থা না থাকায় বিভিন্ন বাসাবাড়িতে ভাড়া থাকতে হচ্ছে, ফলে তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। নেই কোনো ক্যাম্পাস, খেলার মাঠ ও শিক্ষকদের আবাসন ব্যবস্থা।

এ বিষয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্না কালবেলাকে বলেন, আমাদের সংকটের সীমা নেই। সেগুলো বলে শেষ করা যাবে না। শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, ক্লাসরুম ও নানামুখী সংকট রয়েছে। ক্লাসরুমের অভাবে আমাদের দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, কখন অপর ক্লাস শেষ হবে- এরপর আমরা ক্লাসে যাব।

একই কলেজের অপর শিক্ষার্থী নুসরাত বিনতে কবির জানান, আমাদের সমস্যার শেষ নেই। প্রতিটি ক্ষেত্রে সমস্যা রয়েছে। কলেজে আমাদের বন্দি অবস্থায় থাকতে হচ্ছে। কোনো ধরনের সুযোগ-সুবিধা নেই। অনেক বিভাগের শিক্ষক নেই। অনেক সময় মিটিংয়ের মতো করে ক্লাস করতে হচ্ছে, কেন না ক্লাস সংখ্যায় সংকট রয়েছে।

কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মিহাল তাহমীদ জানান, আমরা এখন শেষ পর্যায়ের ছাত্র কিন্তু ক্লাসরুমের অভাবে অন্য ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কখন তাদের ক্লাস শেষ হবে, এরপর আমরা সেখানে গিয়ে ক্লাস করব। ক্যাম্পাসের অভাবে আমরা ইচ্ছে করলেও খেলাধুলা করতে পারি না। কবে যে ক্যাম্পাস ও নিজেস্ব ভবন পাব বলা যায় না। নামে মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান কিন্তু সমস্যার কথা বলে শেষ করা যাবে না। আমরা এর থেকে উত্তরণ চাই।

একই কলেজের অন্য শিক্ষার্থী জীবন রবি দাশ জানান, মেডিকেল কলেজের শুরু থেকে এখন পর্যন্ত সমস্যা আর সমস্যা। সমস্যার মধ্য দিয়েই কষ্ট করে ক্লাস করতে হচ্ছে। অনেক শিক্ষক নেই। শিক্ষকের অভাবে ক্লাস হচ্ছে না। কাউকে বলতেও পারছি না।

কলেজের প্যাথলজি বিভাগের শিক্ষক ডা. অজয় রায় চৌধুরী জানান, শিক্ষক সংকট, শিক্ষকের আবাসন সংকট, প্যাথলজি বিভাগের স্টাফ সংকটসহ নানামুখী সংকটের মধ্যদিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। এখানে সমস্যার শেষ নেই। আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে যেন কিছু সমস্যার সমাধান করে দেয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুনির্মল রায় জানান, আমাদের মূল সমস্যা হচ্ছে জায়গা নির্ধারণ। এখন পর্যন্ত জায়গা নির্ধারণ করতে না পারায় কোনো কার্যক্রম শুরু হয়নি। আমরা চেষ্টা করছি প্রকল্পটি একনেকে ওঠানোর জন্য। আমাদের শিক্ষক সংকট, আবাসন সংকট, শিক্ষকদের ক্লাসরুমে বসার জায়গা নেই, ক্লাসরুমের অভাবে শিক্ষার্থীদের দাঁড়িয়ে ক্লাস করতে হচ্ছে।

তিনি বলেন, মেডিকেল কলেজে অন্তত ১৫টি বিল্ডিংয়ের দরকার হয় কিন্তু এখনো আমরা স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে পারিনি। আমাদের এখনো ৪০ শতাংশ শিক্ষক নেই, নেই কোনো টেকনোলজিক্যাল ব্যবস্থা। ভালো ল্যাব নেই যেখানে শিক্ষার্থীরা প্রাকটিস করতে পারবে। তিনি আরও বলেন, ফরেনসিক বিভাগ, কমিউনিটি মেডিসিনসহ কয়েকটি বিভাগের শিক্ষক নেই। অন্যান্য বিভাগেও শিক্ষক সংকট রয়েছে। যারা ইন্টার্ন করছে তাদের বেশি সমস্যা হচ্ছে। কারণ তাদের রেজিস্ট্রার প্রয়োজন কিন্তু নেই। নেই কোনো ইন্টার্নদের হোস্টেল।

দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান করে শিক্ষার গুণগত মান বজায় রাখতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান কলেজটির অধ্যক্ষ সুনির্মল রায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

১০

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

১১

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

১২

দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট আসছে কোক স্টুডিওর ৪র্থ গান

১৩

হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

১৪

পরীক্ষা শুরুর আগে হলেই কলেজছাত্রীর মৃত্যু

১৫

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

১৬

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

১৭

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

১৮

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের তুমুল মারামারি

১৯

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল গ্রেপ্তার

২০
X