দিনাজপুরের খানসামায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এ চেক বিতরণ করা হয়।
বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলা সভাকক্ষে চেক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
এ সময় ইউএনও মো. তাজউদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তমিজুল ইসলামসহ উপকারভোগীরা।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১৫ লাখ ৫০ হাজার টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার রোগীদের ৩১ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মন্তব্য করুন