মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জমি অবৈধ ও জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল প্রধানের বিরুদ্ধে। তিনি উপজেলার কালিপুর গ্রামের শরিয়ত উল্লাহ প্রধানের ছেলে। ক্ষমতার পালা বদলে স্বেচ্ছাসেবক দল নেতার দখলদারি কর্মকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্রদের এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন।
গত বুধবার সকালে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার হিল্লোল চাকমা, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, সার্ভেয়ার মহিউদ্দিন পলাশসহ অন্যান্য ঘটনাস্থল পরিদর্শন করেন। সার্ভেয়ার মহিউদ্দিন পলাশ জমি পরিমাপ করে ঘটনার সত্যতা পায় বলে স্থানীয়ভাবে জানা যায়।
এদিকে গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে স্বেচ্ছাসেবক দলের এ নেতা উল্লিখিত জমিতে ইট দিয়ে ৩টি দোকান গড়ে তোলেন। যদিও সে জমির মালিকানার স্বপক্ষে আইনানুযায়ী বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে কোনো কাগজপত্র দেখাননি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে মো. সলিম উল্লাহ বারী চৌধুরী এ বিষয়ে নিশ্চিত হয়ে বলেন, তপশিলি সম্পত্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পত্তি। শাহজালাল প্রধান ক্ষমতায় জোরপূর্বক দখলের চেষ্টা করছে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিল্লোল চাকমা কালবেলাকে এ বিষয়ে নিশ্চিত হয়ে বলেন, এ জমি শাহজালাল প্রধানের নয়। তিনি অবৈধভাবে এ স্থাপনা নির্মাণ করছেন।
মন্তব্য করুন