কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী আর আর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন চন্দ্র সাহাকে মারধরের অভিযোগ উঠেছে অন্য স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম মজুমদারদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক তপন চন্দ্র সাহা অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে বরুড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী শিক্ষক তপন চন্দ্র সাহা বলেন, রোববার সকাল ১১টায় প্রতিদিনের মতো বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছিলাম। এ সময় শিলমুড়ী বড়ইয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মজুমদারের ছেলে জাহাঙ্গীর আলম মজুমদার বিদ্যালয়ের হাজিরা খাতা দেখাতে বলে। প্রধান শিক্ষকের অনুমতি ব্যতীত হাজিরা খাতা দেওয়া যাবে না, এ কথা বললে শিক্ষার্থীদের সামনে আমাকে মারধর করতে করতে অফিস কক্ষে নিয়ে যায়। পরে স্কুলের অন্যান্য শিক্ষক ও অফিস কক্ষে থাকা লোকজন আমাকে তার কাছ থেকে ছাড়িয়ে নেন। কিছুক্ষণ পর পুলিশ এসে আমাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বরুড়া থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক তপন চন্দ্র সাহা অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে বরুড়া থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, যখন এ ঘটনা ঘটে তখন আমি রুমে ছিলাম না। পরে ঘটনা শুনে সমাধানের চেষ্টা করি। আমি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সবাইকে অবগত করেছি। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, অভিযোগপত্র হাতে পেয়েছি। তিনি মামলা করেছেন। আমি এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক করে সঠিক তথ্য নিশ্চিত হয়ে ব্যবস্থা নেব।
মন্তব্য করুন