নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০১:৫৮ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় ডাক্তার ভগ্নিপতির বিরুদ্ধে শ্যালকের নানা অভিযোগ

ভগ্নিপতির এসব ষড়যন্ত্র ও হত্যার পরিকল্পনা থেকে বাঁচতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শ্যালক জুমাতুল এম ইসলাম সৌরভ। ছবি : কালবেলা
ভগ্নিপতির এসব ষড়যন্ত্র ও হত্যার পরিকল্পনা থেকে বাঁচতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শ্যালক জুমাতুল এম ইসলাম সৌরভ। ছবি : কালবেলা

নওগাঁয় ডাক্তার ভগ্নিপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন শ্যালক জুমাতুল এম ইসলাম সৌরভ। সৌরভের অভিযোগ, ভগ্নিপতি ডাক্তার আবু জার গাফ্ফার বিভিন্ন কৌশল অবলম্বন করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে জমি দখল, মিথ্যা ষড়যন্ত্র ও হত্যার পরিকল্পনার করে আসছে।

ভগ্নিপতির এসব ষড়যন্ত্র ও হত্যার পরিকল্পনা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শ্যালক জুমাতুল এম ইসলাম সৌরভ। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে শহরের কাজীর মোড়ে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৌরভ বলেন, নওগাঁ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জার গাফ্ফার তার ভগ্নিপতি (বড় বোন নুরে ই-আফসানা জেরির স্বামী)। তিনি একজন মুখোশধারী ভূমিদস্যু। আমার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একাধিকবার আমাকে হত্যার চেষ্টা করেছেন।

তিনি বলেন, কয়েক বছর আগে বাবা মারা গেছেন। তারপর তারা স্বামী-স্ত্রী (বোন ও ভগ্নিপতি) মিলে যোগসাজশ করে আমার মাকে কৌশলে তাদের বাসায় নিয়ে রাখেন। নওগাঁ শহরে আমার একাধিক আবাসিক ভবন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। সেই আবাসিক ভবন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাড়া আদায়ের দায়িত্বে ছিলেন আমার মা। কিন্তু আমার মা ভগ্নিপতির বাসায় যাওয়ার পর থেকে কোনো কারণে ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দেয়। গত ২৮ মাসের ভাড়ার হিসেবে প্রায় দেড় কোটি টাকা আমার মায়ের কাছে জমা হয়। আমি টাকা চাইতে গেলে ভগ্নিপতির কু-পরামর্শে এবং তার অসৎ উদ্দেশ্যে মাকে বাদী করে আমার নামে চাঁদাবাজির মিথ্যা মামলা দেয়। ওই মামলায় আমাকে ২১ দিন জেল খাটতে হয়েছে। সবশেষ গত ৫ আগস্ট আমাকে হত্যার চেষ্টা করা হয়।

সৌরভ বলেন, তারা আমার জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষর নকল করে আমার সম্পত্তি নামজারি করার আবেদন করে। আমি জানতে পেরে সে আবেদনটি বাতিল করি। আমার নামে মাদকসেবীসহ বিভিন্ন জায়গায় মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি মাদকসেবী, এটি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যার মধ্যে একটি। ডোপটেস্ট করা হলে সত্যতা পাওয়া যাবে। সে একজন ডাক্তার হলেও তিনি প্রকৃতপক্ষে আমার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একাধিকবার আমাকে হত্যা চেষ্টাসহ এমন কোনো ষড়যন্ত্র নেই তিনি করেননি।

তিনি অভিযোগ করে বলেন, আবু জার গাফ্ফার ডাক্তার হওয়ার সুবাদে অর্থের বিনিময়ে কিছু ক্ষমতাশীল ব্যক্তি ও প্রশাসন দিয়ে তার মতো করে কাজ করাচ্ছেন এবং প্রতিনিয়ত হয়রানি করে আমার পৈতৃক সম্পদ দখলের চেষ্টা করছেন। আমার পরিবার নিয়ে প্রাণের সংশয়ে আছি। আমি ও আমার পরিবার সর্বস্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি। সে সঙ্গে আমার সঙ্গে করা সব অন্যায়ের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করছি। এ সময় ভুক্তভোগী সৌরভের ছেলে ও চাচাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নওগাঁ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জার গাফ্ফার বলেন, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে তা বানোয়াট ও ভিত্তিহীন। বরং শ্যালক সৌরভ আমার বিরুদ্ধে অন্তত ২৫-২৬টি মামলা দিয়ে হয়রানি করছে। যার ১০টি মামলার ডিক্রি আমার পক্ষে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

১০

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

১১

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

১২

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১৩

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১৪

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১৫

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১৬

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৭

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৮

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৯

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

২০
X