ভারি বর্ষণ আর উজান থেকে নামা ঢলে দেশের অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়াবাসী। খাদ্যসামগ্রী, কাপড়, মেডিকেল টিম ও বিভিন্ন ঔষধপত্র নিয়ে এগিয়ে এসেছেন তারা।
উপজেলার আলেম, ওলামা ও শিক্ষার্থীরা এই ত্রাণ কর্মসূচি পরিচালনা করেন। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় পাঁচদিনে প্রায় ২০ লাখ টাকা অনুদান সংগৃহীত হয়।
নগদ অর্থ ছাড়াও খাদ্যসামগ্রী, কাপড় ও বিভিন্ন ঔষধপত্র নিয়ে এগিয়ে এসেছেন মানুষ। পরে গজারিয়া থানা সংলগ্ন ভবেরচর বাসস্ট্যান্ড মসজিদে তাদের সংগৃহীত ও কেনা উপহার সামগ্রী প্যাকেজিং করা হয়। বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য প্রায় সাতশ’ প্যাকেট ত্রাণ প্রস্তুত করেন তারা।
প্রতিটে প্যাকেটে দেওয়া হয় এক কেজি চিড়া, দুই প্যাকেট বিস্কুট, ৫ লিটার পানি, ৫শ’ গ্রাম গুঁড়ো দুধ, একটি গায়ে মাখা সাবান, আধা কেজি ওয়াশিং পাউডার, ৫টি ওরস্যালাইন, আধা কেজি খেজুর, ২টি মোমবাতি, ১টি গ্যাস লাইটার, প্রয়োজনীয় ঔষধ, ন্যাপকিন, ১ কেজি চিনি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট/ফিটকারী, এক কেজি আলু, ৩ কেজি চাল, ১ কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল এবং সরিষার তেল (ছোট বোতল) ১টি।
পরে এসব ত্রাণসামগ্রী বন্যা কবলিত এলাকায় বিতরণ করা হয়। প্রথম ধাপে দুটি দল বন্যা কবলিত লাঙ্গলকোট ও ব্রাহ্মণপাড়ায় বাড়িতে বাড়িতে এই উপহার সামগ্রী পৌঁছে দেন।
পরবর্তী ধাপে আটশো পরিবারের মধ্যে বিতরণের জন্য তারা প্রায় ১৭ টনের মতো খাদ্য সামগ্রী প্রস্তুত রেখেছেন। দুটি আশ্রয় কেন্দ্রে দুই হাজার মানুষকে মেহমানদারি করার জন্য প্রয়োজনীয় মুরগির মাংস ও কাঁচা বাজার পৌঁছে দিয়েছেন।
এছাড়া দুটি আশ্রয় কেন্দ্রে তারা একটি করে মেডিকেল টিম পাঠিয়েছেন। যেখানে রয়েছে ৭ জন দক্ষ চিকিৎসক। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের প্রয়োজন হতে পারে এমন সব ঔষধপত্র ও পাঠিয়েছেন তারা।
মন্তব্য করুন