বন্যাকবলিত ফেনী জেলার বিভিন্ন দুর্গম এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) ফেনীর বিভিন্নস্থানে তিনি ত্রাণ বিতরণ করেন।
এসময় তিনি অসহায় মানুষের দুর্দশা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিপদে আপদে পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
এসময় তিনি বলেন, তারেক রহমান দেশে না থাকলেও তিনি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে খোঁজখবর নিচ্ছেন। দলীয়ভাবে কেন্দ্র থেকে ত্রাণ বিতরণ করছেন। তবে প্রাকৃতিক দুর্যোগে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দ্রুত ত্রাণ সহায়তা জোরদার করার আহ্বান জানান মিল্টন ভুঁইয়া।
মন্তব্য করুন