সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে ছাত্রলীগ নেতার নেতৃত্বে অগ্নিসংযোগ-লুটপাট

ছাত্রলীগ নেতা মো. মামুন। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতা মো. মামুন। ছবি : সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের হিন্দু ভাকুর্তা এলাকায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা ও অগ্নিসংযোগ করে লুটপাটের ঘটনা ঘটেছে। পরিবারের অন্য সদস্য এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়েছে কয়েক লাখ টাকার আসবাবপত্র এবং মোটর সাইকেলসহ মূল্যবান সামগ্রী। এছাড়া হামলাকারীরা ঘরে থাকা নগদ একলাখ টাকা লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।

সাভার থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা মো. মামুন (২৭) তার দলবল নিয়ে এ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়।

হামলাকারীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও সাভার উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের অনুসারী। হত্যার উদ্দেশ্যে তাদের ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অগ্নিসংযোগের ঘটনায় কোনো প্রাণহানি না হলেও মারাত্মকভাবে আহত হয়েছেন কয়েকজন। হামলাকারীরা হলো- হিন্দু ভাকুর্তা বাজারপাড়া গ্রামের মো. মামুন (২৭), মুসলে উদ্দিন (৫০), মো. আশ্রাফ উদ্দিন (৩৮), মো. জসিমউদদীনসহ (৩০) অজ্ঞাত আরও ১০-১৫ জনের একটি দল।

ভুক্তভোগী আরিফুর রহমান লিটন (৩৮) কালবেলাকে বলেন, হামলাকারী ছাত্রলীগ নেতা মামুনের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। মামুনের মা, ভাই আমানুল্লাহর (মামুনের মামা) কাছে ১ লাখ টাকা পাবে। সে সালিশে আমি উপস্থিত ছিলাম। মামুনের মামা আমানুল্লাহ আমার বাসায় থাকত। সে কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যায়। পরে কয়েক দিন পরপর এসে মামুন আমাকে টাকার জন্য চাপ দিচ্ছিল। আমি তো শুধু বিচারে উপস্থিত ছিলাম। আমি কেন টাকা দিব। আমি টাকা দিইনি বলেই আজকে আমার উপর এই নির্মম নির্যাতন ও অত্যাচার করা হলো। আমি এ হামলার বিচার চাই। মামুনের নেতৃত্বে হামলাকারীরা দা, কাঠের লাঠি, লোহার রোড দিয়ে আমার বাড়িতে হামলা করে। কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আমার ঘরে ঢুকে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং কিল-ঘুষি লাথি মেরে মারাত্মকভাবে আহত করে ঘরে আগুন ধরিয়ে দেয়।

প্রতিকার ও বিচার চেয়ে সাভার মডেল থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, মামুন তার হাতে থাকা দা দিয়ে আরিফুর রহমান লিটনকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর কোপ দিলে বাম হাত দিয়ে সেই কোপ ঠেকায়। ফলে বাম হাতের কব্জির উপর লেগে হাত কেটে এবং ভেঙে যায়।

হামলার সময় প্রতিবেশী নাজিমুদ্দিন (৩০) পরিবারটিকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও হামলাকারীরা লোহার রড, কাঠের লাঠি দিয়ে পিটিয়ে এবং কিল-ঘুষি মেরে মারাত্মকভাবে আহত করে। পরে আরিফুর রহমান লিটনের পরিবারের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিপদ হবে ভেবে তাদের হত্যা করা হবে এমন হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত আরিফুর রহমান লিটনকে প্রথমে কেরানীগঞ্জের কলাতিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার আরিফুর রহমান লিটনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আরিফুর রহমান লিটনকে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান কালবেলাকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো রাজনৈতিক বিবেচনায় অপরাধীরা পার পাবে না।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মো. মামুনের মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X