কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগ নেতার দখল করা রেস্টুরেন্ট মুক্ত করল ছাত্রদল

সেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান। ছবি : সংগৃহীত
সেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান। ছবি : সংগৃহীত

স্বেচ্ছাসেবক লীগ নেতার দখল করা রেস্টুরেন্ট মুক্ত করল ছাত্রদল নেতারা। ঘটনাটি কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের মিলেনিয়াম সিটির পেঁপেরনী নামক রেস্টুরেন্টের। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমির নির্দেশে রেস্টুরেন্টটি দখলমুক্ত করা হয়।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে পেঁপেরনী রেস্টুরেন্টে প্রবেশ করে কর্মচারীদের জোরপূর্বক বের করে দিয়ে এর মূল ফটকে তালা লাগিয়ে দেয় বলে জানান রেস্টুরেন্টের মালিক ইকবাল হোসেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে মিজানুর রহমান আমাকে বিএনপির নেতাকর্মীদের রেস্টুরেন্ট দখলের ভুয়া তথ্য দিয়ে ভয় দেখিয়ে আমার কাছ থেকে রেস্টুরেন্টের চাবি তার কাছে দেওয়ার জন্য বলে আসছিল। কিন্তু আমি তাতে ভয় না পেয়ে রেস্টুরেন্ট চালিয়ে আসছিলাম। এ কারণে আজ সে দলবল নিয়ে আমাদের রেস্টুরেন্ট দখল করার উদ্দেশ্যে কর্মচারীদের বের করে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেয়।

স্থানীয়রা জানান, রেস্টুরেন্টটির জমির মালিক লুটেরচর গ্রামের সুলতান বেপারি জামে মসজিদ। সুলতান বেপারি জামে মসজিদের বর্তমান মোতয়াল্লি আইয়ুব হোসেন জানান, রেস্টুরেন্টের জমি সুলতান বেপারি জামে মসজিদের সম্পত্তি। দখলবাজ মিজানুর রহমান এই মসজিদের কেউ নন। সে নিজেকে মসজিদের মোতয়াল্লি দাবি করে এতদিন মসজিদের দশ বিঘার মতো সম্পত্তি বিভিন্নভাবে ব্যবহার করে তার টাকা অবৈধভাবে নিজে নিয়েছে। পেঁপেরনী রেস্টুরেন্ট থেকেও সাড়ে ছয় লাখ টাকা নিয়েছে বলে আমরা জানতে পেরেছি।

বেশ কয়েকদিন যাবত পেঁপেরনী রেস্টুরেন্ট এর মালিকপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে আসছে। আমরা তাদের সঙ্গে নতুন ভাড়াটিয়া চুক্তি করব বলে আগেই একমত হয়েছি। আজ রেস্টুরেন্ট দখলের খবর পেয়ে আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে ঘটনাস্থলে এসেছি। ছাত্রজনতাকে দখলমুক্ত করার বিষয়ে সহায়তা করেছি।

দখলমুক্ত করতে আসা শাক্তা ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক নওশাদ আহমেদ বলেন, ইরফান ইবনে আমান অমি ভাইয়ের নির্দেশে আমরা পেঁপেরনী রেস্টুরেন্ট দখলমুক্ত করতে এসেছি। নিজেরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর উদ্দেশ্য নিয়ে এই দখল বলে আমরা মনে করি। কেরানীগঞ্জে কোনো দখলবাজ চাঁদাবাজে স্থান হবে না। কোথাও দখল চাঁদাবাজির খবর পেলে এভাবেই ছাত্রজনতা রুখে দেবে।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমানের মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি কল না ধরায় তার বক্তব্য নেওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার হাতে তানজিন তিশার ভয়েস রেকর্ড

লাল নাকি সবুজ আপেল, শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

ধুঁকতে থাকা রিয়ালের জন্য নতুন দুঃশ্চিন্তা

ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে? 

হাদিসে যে ১০ বিষয়কে কেয়ামতের বড় আলামত বলা হয়েছে

জুলাই হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীনকে অব্যাহতি

মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে অধ্যাপক মামুনের সাফল্য

টাকার সঙ্গে ঘুষ নিলেন হাঁস

ইসলামের লেবাস পরে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল : ড. কাইয়ুম

চসিক কার্যালয় পরিদর্শনে চীনের উহু সিটির মেয়র

১০

রুপাজয়ী খই খইয়ের স্বপ্ন এখন অলিম্পিক

১১

বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

১২

স্মৃতি মান্ধানার হবু বর পলাশ মুচ্ছালকে ঘিরে নতুন বিতর্ক

১৩

২৯ নভেম্বর মক ভোট : ইসি সচিব

১৪

মেট্রোরেলের ভাড়া কার্ডে প্রথম দিনই অনলাইন রিচার্জে বাধা 

১৫

চট্টগ্রাম বন্দর নিয়ে রিটকারীর পেছনে ‘ভোমা বিড়াল’ : অ্যাটর্নি জেনারেল

১৬

ইএমই কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

১৭

রাস্তার পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

১৮

টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি

১৯

নামের জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ

২০
X