নিয়োগ-পদোন্নতি বাণিজ্যসহ নানা অভিযোগে বিতর্কের পর এবার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) আরও তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।
এতে চট্টগ্রাম আরএনবির কমান্ড্যান্টের দায়িত্বে থাকা মো. রেজওয়ান উর রহমানকে পাকশীতে, পাকশী আরএনবির দায়িত্বে থাকা মো. শফিকুল ইসলামকে ঢাকায় এবং ঢাকা আরএনবির কমান্ড্যান্টের দায়িত্বে থাকা মো. শহীদ উল্লাহকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রেলওয়ে উপপরিচালক মো. আবরার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলি আদেশ দেওয়া হয়েছে।
‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে’ বলে এই চিঠিতে বলা হয়েছে। বাহিনীর অভ্যন্তরে র্যাঙ্ক বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের সম্প্রতি বিক্ষোভ করেছেন রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমের আরএনবি সদস্যরা। এসব ঘটনার জের ধরেই এই রদবদল বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (২৭ আগস্ট) রেল ভবনের এক আদেশে চট্টগ্রাম রেল (পূর্ব) চিফ কমান্ড্যান্ট মো. জহিরুলের ইসলামকে রাজশাহীতে এবং রাজশাহীর আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়। কিন্তু গেল চারদিনেও পদ ছাড়েননি চিফ কমান্ড্যান্ট।
এদিকে চিফ কমান্ড্যান্ট মো. জহিরুলের ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অপসারণও দাবি করে আসছিলেন বাহিনীর সদস্যরা। তবে শেষ পর্যন্ত অপসারণ নয়, এই দাপুটে কর্মকর্তাকে বদলি করা হয়েছে আরএনবি পশ্চিমাঞ্চলের চিফ কম্যানড্যান্ট এর পদে।
কিন্তু চারদিনেও কেন পদ ছাড়েননি। তার বদলির ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন আরএনবির সাধারণ সদস্যরা। বদলির খবর ছড়িয়ে পড়তেই ‘ঘুষের’ টাকা ফেরত চেয়ে চট্টগ্রামের সিআরবি অফিসে জড়ো হন আরএনবি সদস্যরা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সিপাহী বলেন, ৩/৪ বছর আগে নায়েক চূড়ান্ত করার জন্য টাকা দেওয়া হয়েছে। একেকজন থেকে একেকভাবে টাকা নিয়েছে। সেই পদের কিছুই হয়নি, টাকাও ফেরত দেননি। এরই মধ্যে সিসিআরএনবি বদলির অর্ডার হয়েছে। ফলে চট্টগ্রামের সিআরবিতে টাকা ফেরত নেওয়ার জন্য সবাই জড়ো হচ্ছেন।
তারা বলেন, গোপন তদন্ত করলে অনেক রহস্যজনক তথ্য বের হবে। এতে শুধু বদলি নয়, শাস্তিমূলক অপসারণের দাবিও করা হচ্ছে। তবে কয়েকজনকে টাকা ফেরতের আশ্বাস দিচ্ছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন