মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঝরনায় ঘুরতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

নিখোঁজ সিফাতুর রহমান মজুমদার। ছবি : কালবেলা
নিখোঁজ সিফাতুর রহমান মজুমদার। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় ঘুরতে গিয়ে সিফাতুর রহমান মজুমদার (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বন্ধুদের সঙ্গে মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসে বিকেলে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ সিফাত ঢাকার মিরপুর-১ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ইউনির্ভাসিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, মঙ্গলবার সকালে সিফাতুর রহমান মজুমদারসহ ১৩ জন বন্ধু মিলে মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যায়। ঝরনায় ঘুরতে এসে বন্ধুরা মিলে পাহাড়ের ওপরে মদ্যপান করে। মদ্যপান করার কারণে সিফাত অসুস্থ হয়ে গেলে তাকে একটি জায়গায় বসে রেখে বন্ধুরা ঘুরতে যায়।

বন্ধুরা ঘুরে এসে দেখেন যেখানে রেখে গেছে সেখানে সিফাত নেই। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মঙ্গলবার বিকেল থেকে বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও সিফাতুর রহমানের কোনো সন্ধান পায়নি।

সিফাতের বন্ধু মেহেদি হাসান বলেন, মঙ্গলবার সকালে আমরা ১৩ জন বন্ধু মিলে ঢাকা থেকে মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসি। সারাদিন ঘুরে বিকালে ফেরার পথে সিফাতকে সঙ্গে না দেখে স্থানীয়দের মাধ্যমে অনেক খোঁজাখুজি করি। পরে কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় মিরসরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। বুধবার সকালে প্রশাসনের সঙ্গে সারাদিন খুঁজেও সিফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ছেলের সন্ধানে আসা নিখোঁজ সিফাতুর রহমানের মা বিউটি রহমান বলেন, ছেলের বন্ধুরা মিলে সবাই ঝরনায় এলাকায় ঘুরতে আসে। তার বন্ধুরা ফিরে আসলেও আমার ছেলেকে খুঁজে না পাওয়ার বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে।

মীরসরাই থানার উপপরিদর্শক সুমন কান্তি দে বলেন, ঝরনা এলাকায় সকাল থেকে খুঁজেও পর্যটক সিফাতুরের সন্ধান মেলেনি। এভাবে তার হারিয়ে যাওয়া রহস্যজনক। সিফাতুরের পরিবার আইনিব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করা হবে।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল থেকে দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা খৈয়াছড়া ঝরনা এলাকায় নিচ থেকে ওপর পর্যন্ত ঝরনার প্রতিটি ধাপে খুঁজেও কোনো সন্ধান মেলেনি সিফাতের। আজকের মতো আমাদের উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। প্রয়োজন হলে বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

তিনি আরও বলেন, নিখোঁজ সিফাতের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ঝরনার ঘুরতে এসে মদ্যপান করে। মদ্যপান করায় সিফাতুর রহমান মজুমদার অসুস্থ হয়ে যাওয়ায়, তাকে ঝরনার ওইখানে একটি জায়গায় রেখে তারা ঘুরতে যায়। পরবর্তীতে তারা আবার ফিরে এসে সিফাতকে যেখানে রেখে গেছে, সেখানে আর নেই। ধারণা করা হচ্ছে সে মদ্যপান করায় কোনো বিপদজনক জায়গায় গিয়ে হারিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দ  

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

বিএনপি-জামায়াত সংঘর্ষ

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে রবিনের নির্বাচনী প্রচারণার শুরু

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

১০

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

১১

পাকিস্তানি গণমাধ্যমের দাবি / বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

১২

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

১৩

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজার

১৪

জোট নেতাদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে মঞ্জু

১৫

নির্বাচনের আগেই একটি দল ঠকাচ্ছে : তারেক রহমান

১৬

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

১৭

পুরো আসরজুড়ে ব্যর্থ মিরাজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সিলেট কোচ

১৮

অফিসে রাগ নিয়ন্ত্রণে রাখুন সহজ কিছু উপায়

১৯

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল

২০
X