মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঝরনায় ঘুরতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

নিখোঁজ সিফাতুর রহমান মজুমদার। ছবি : কালবেলা
নিখোঁজ সিফাতুর রহমান মজুমদার। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় ঘুরতে গিয়ে সিফাতুর রহমান মজুমদার (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বন্ধুদের সঙ্গে মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসে বিকেলে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ সিফাত ঢাকার মিরপুর-১ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ইউনির্ভাসিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, মঙ্গলবার সকালে সিফাতুর রহমান মজুমদারসহ ১৩ জন বন্ধু মিলে মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যায়। ঝরনায় ঘুরতে এসে বন্ধুরা মিলে পাহাড়ের ওপরে মদ্যপান করে। মদ্যপান করার কারণে সিফাত অসুস্থ হয়ে গেলে তাকে একটি জায়গায় বসে রেখে বন্ধুরা ঘুরতে যায়।

বন্ধুরা ঘুরে এসে দেখেন যেখানে রেখে গেছে সেখানে সিফাত নেই। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মঙ্গলবার বিকেল থেকে বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও সিফাতুর রহমানের কোনো সন্ধান পায়নি।

সিফাতের বন্ধু মেহেদি হাসান বলেন, মঙ্গলবার সকালে আমরা ১৩ জন বন্ধু মিলে ঢাকা থেকে মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসি। সারাদিন ঘুরে বিকালে ফেরার পথে সিফাতকে সঙ্গে না দেখে স্থানীয়দের মাধ্যমে অনেক খোঁজাখুজি করি। পরে কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় মিরসরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। বুধবার সকালে প্রশাসনের সঙ্গে সারাদিন খুঁজেও সিফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ছেলের সন্ধানে আসা নিখোঁজ সিফাতুর রহমানের মা বিউটি রহমান বলেন, ছেলের বন্ধুরা মিলে সবাই ঝরনায় এলাকায় ঘুরতে আসে। তার বন্ধুরা ফিরে আসলেও আমার ছেলেকে খুঁজে না পাওয়ার বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে।

মীরসরাই থানার উপপরিদর্শক সুমন কান্তি দে বলেন, ঝরনা এলাকায় সকাল থেকে খুঁজেও পর্যটক সিফাতুরের সন্ধান মেলেনি। এভাবে তার হারিয়ে যাওয়া রহস্যজনক। সিফাতুরের পরিবার আইনিব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করা হবে।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল থেকে দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা খৈয়াছড়া ঝরনা এলাকায় নিচ থেকে ওপর পর্যন্ত ঝরনার প্রতিটি ধাপে খুঁজেও কোনো সন্ধান মেলেনি সিফাতের। আজকের মতো আমাদের উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। প্রয়োজন হলে বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

তিনি আরও বলেন, নিখোঁজ সিফাতের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ঝরনার ঘুরতে এসে মদ্যপান করে। মদ্যপান করায় সিফাতুর রহমান মজুমদার অসুস্থ হয়ে যাওয়ায়, তাকে ঝরনার ওইখানে একটি জায়গায় রেখে তারা ঘুরতে যায়। পরবর্তীতে তারা আবার ফিরে এসে সিফাতকে যেখানে রেখে গেছে, সেখানে আর নেই। ধারণা করা হচ্ছে সে মদ্যপান করায় কোনো বিপদজনক জায়গায় গিয়ে হারিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১০

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১১

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১২

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৩

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৪

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১৫

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১৬

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

১৮

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

১৯

‘নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি’

২০
X