জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে বন্ধ পাওয়ার প্ল্যান্টে দুর্ধর্ষ ডাকাতি

ডাকাতির খবরে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় থানা ও গোয়েন্দা পুলিশ। ছবি : কালবেলা
ডাকাতির খবরে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় থানা ও গোয়েন্দা পুলিশ। ছবি : কালবেলা

জামালপুরে শিকদার গ্রুপের পাওয়ার প্যাক মতিয়ারা ১০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নিরাপত্তা কর্মী ও প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে কয়েক কোটি টাকার মূল্যবান মালপত্র লুট করে নিয়ে গেছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৭টা থেকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত লুটপাট করে ডাকাতরা।

ভুক্তভোগী আনসার ও অন্যরা জানান, ডাকাতরা একে একে সবাইকে জিম্মি করে। আনসার থেকে কর্মকর্তাসহ সবাইকে হাত-পা বেঁধে রেখে লুটপাট চালায় তারা। এ সময় তারা মোবাইল ছিনিয়ে নেয়। সকালে একজন কর্মচারী ডিউটিতে এসে দেখেন গেটের ভেতরের দিকে আনসার সদস্যকে বেঁধে রাখা হয়েছে। তারপর সবার হাত-পায়ের রশি খোলা হয়। দেখা যায়, সবার মোবাইল ফোন এক জায়গায় রাখা। পরে আনসারসহ কর্মকর্তা-কর্মচারীরা মুক্ত হলে দ্রুত পুলিশকে জানানো হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

প্ল্যান্টের ম্যানেজার আলমগীর হোসেন জানান, জামালপুর পৌরসভার শাহপুরে অবস্থিত শিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মতিয়ারা পাওয়ার প্ল্যান্টে গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর প্ল্যান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকেও অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রেখে রাতভর লুটপাট চালায় ডাকাতরা। প্ল্যান্টের ভেতরে থাকা কয়েকটি কনটেইনার থেকে মূল্যবান কেবল ও অন্যান্য যন্ত্রাংশ, সিসি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা। প্ল্যান্টটি দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বলে জানা গেছে।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামের সংঘর্ষ

ডাকসু নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বুধবার

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি জানুন

প্লট দুর্নীতি / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য

এলপিজির নতুন দাম নির্ধারণ

মেসির অবসরের জন্য কেউ প্রস্তুত নয়, দাবি সাবেক সতীর্থের

ভারতের শুল্ক কমানো নিয়ে ট্রাম্প বললেন, দেরি হয়ে গেছে

প্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির আইআইএর একাডেমিক প্রোগ্রামে যোগদান

এসএমসি সেনসেশন কনডমের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সালমান মুক্তাদির

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে : গয়েশ্বর

১০

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

১১

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণের সঙ্গে দ্বিমত নেই ফার্স সিকিউরিটি ইসলামী ব্যাংকের

১২

চোখের সামনেই ডুবে গেল কৃষকের স্বপ্ন

১৩

বাকৃবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ ও ব্যাংকে তালা

১৪

দল বদলের শেষ দিনে যা ঘটেছিল এমি মার্টিনেজের সাথে

১৫

না ফেরার দেশে ফুটবল দলের অধিনায়ক

১৬

স্ট্যাটাস দিই, আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায়: জয়

১৭

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায় 

১৮

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে টাকের ঝুঁকি

১৯

উত্তরা ইপিজেডে কারখানা বন্ধের জেরে সংঘর্ষ, শ্রমিক নিহত

২০
X