বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারা (বিএনপি) অন্ধকার গলির পথ দিয়ে, পেছনের দরজার দিয়ে ক্ষমতায় আসার জন্য যে ষড়যন্ত্র নীলনকশা করছে এই নীলনকশা কখনোই বাস্তবায়ন হবে না, করতে দেওয়া হবে না। এ দেশে নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সময়কালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, বাংলার মানুষ আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে প্রধানমন্ত্রী করবেন এবং এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য আমাদের (আ.লীগ) দলকে জনগণের সঙ্গে সম্পৃক্ত করে বঙ্গবন্ধু কন্যার যে অভাবনীয় উন্নয়ন, তিনি যে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে রোল মোডেল হিসেবে দাঁড় করিয়েছেন সেই উন্নয়নগুলো সামনে নিয়ে আমরা মাঠে নামব।
পুলিশ প্রশাসনসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বিএনপির হুমকির বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, একটা বিভ্রান্তিমূলক ধোঁয়াশার সৃষ্টি করে নানাভাবে মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করার জন্য এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। যার কোনো ভিত্তি নেই। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি- জননেত্রী শেখ হাসিনা এমন একটি জায়গায় বাংলাদেশকে দাঁড় করিয়েছেন যেখানে বিশ্বব্যাপী মোড়লদের যে লড়াই চলছে সেখানে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আছেন। তিনি কারও পক্ষে নয়, কেউ আমাদের শত্রুও নয়, আবার কেউ আমাদের বিশেষ বন্ধুও নয়।
তিনি বলেন, আগস্টে একদিকে যেমন আমাদের শোকের মাস, আমাদের কষ্টের মাস। অপরদিকে আরেকটি অপরাজনৈতিক শক্তি তারা আজ এই সরকারের পতনের দাবিতে, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নানা কর্মসূচির নামে আবার সেই অরাজকতা, নৈরাজ্য, গাড়ি ভাঙচুর, বাস পোড়ানো, মানুষ পোড়ানোর কার্যক্রম শুরু করেছে। আন্দোলনের নামে তারা রাস্তাঘাটে বিশৃঙ্খলা তৈরি করছে। এসব আমলে না নিয়ে আমরা আমাদের কাজটি করে যেতে চাই এবং এই মাস আমাদের শোকের মাস হিসেবে পালন করব।
নেতাকর্মীদের উদ্দেশে আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন এবং মনোনয়ন দেবেন। এজন আগামী ৬ তারিখে তিনি গণভবনে নেতাদের সঙ্গে বসবেন। সেখানেও তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এজন্য আমাদের ঘর আমাদের সামলাতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকনসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষনেতারা।
মন্তব্য করুন