সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

পিটিয়ে স্ত্রীর পা ভাঙলেন স্বামী

আহত রেশমা আক্তারকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
আহত রেশমা আক্তারকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ি গ্রামের বাসিন্দা নূরুল হক (৩০) পাইপ দিয়ে পিটিয়ে তার স্ত্রী রেশমা আক্তারের (২২) পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

রেশমা আক্তারে অভিযোগ, স্বামীর কথামতো বাবার বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় পাইপ দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত রেশমা আক্তার বাদী হয়ে স্বামী নূরুল হকসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, কুর্শিবাড়ি গ্রামের নূরুল হকের সঙ্গে দুই বছর আগে পাশের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামের রেশমা আক্তারের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে নূরুল হক তার স্ত্রী রেশমাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে শুরু করে। প্রায়ই টাকা এনেও দিত রেশমা।

তারা আরও জানান, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ব্যবসার জন্য শ্বশুরের কাছ থেকে ৩০ হাজার টাকা আনতে চাপ সৃষ্টি করে। এতে তিনি রাজি না হলে রেশমাকে মারধর করেন নূরুল হক। একপর্যায়ে পাইপ দিয়ে স্ত্রীর পা ভেঙে দেন। পরে স্ত্রীকে ঘর থেকে বের করে দেন। পরে প্রতিবেশী এক নারীর সহায়তায় ধর্মপাশা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন রেশমা।

রেশমা আক্তার বলেন, আমার বাবা দিনমজুর। বাবার কাছ থেকে টাকা না আনলে স্বামী মারধর করে। মাঝে মধ্যে বাবার বাড়ি থেকে টাকা এনে দিছি। এবার ব্যবসা করার জন্য ৩০ হাজার টাকা দিতে বলছিল। আমি রাজি না হওয়ায় আমাকে প্রচণ্ড মারধর করে। একপর্যায়ে প্লাস্টিকের পাইপ দিয়ে মেরে আমার পা ভেঙে ফেলেছে। রেশমার মা মমিনা খাতুন বলেন, মেয়েরে জামাই নূরুল হক উচ্ছৃঙ্খল স্বভাবের। বিয়ের আগে আমরা বিষয়টি জানতে পারিনি। তাকে টাকা দিতে না পারায় আমার মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ১৫/২০ দিন আমাদের বাড়িতে রেখে টাকা দিয়ে জামাইর বাড়িতে পাঠাই। এসব নিয়ে কয়েকবার শালিস বৈঠক বসেছিল। এরপরও আমার মেয়েকে বার বার মারধর করে। এসব আর মানতে পারছি না। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ ঘোষ কালবেলাকে বলেন, পাইপ দিয়ে পিটিয়ে স্ত্রীর পা ভেঙে দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। রেশমার স্বামী নূরুল হকসহ আসামিরা সবাই পলাতক রয়েছেন। তদন্ত করে এ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার সিদ্ধান্ত ঠিক ছিল, ক্রিকেটার সাকিব ইস্যুতে আসিফ মাহমুদ

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ক্রিকেটার সাকিবকে নিয়ে মধ্যরাতে ভিপি সাদিকের স্ট্যাটাস

মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট

খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি

খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা আমিনুল হকের

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

২২তম বিসিএস ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইশরাক

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১০

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানে ভোক্তার অভিযান, জরিমানা

১১

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে নরসিংদী : পুলিশ সুপার

১২

বয়স বাড়ছে, দাড়ি পাকা বাড়ছে : রণবীর কাপুর

১৩

অর্থ আত্মসাৎ : অগ্রণী ব্যাংকের এমডি-জিএমসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৪

বাবার বিস্ময়কর অভিজ্ঞতার কথা জানালেন ববি দেওল

১৫

ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভয় পান মেহজাবীন

১৬

সতর্ক করার পরদিন এনবিআর সংস্কারের পরামর্শক কমিটি বিলুপ্ত

১৭

খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ

১৮

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৯

ঢাকায় প্রফেশনাল বক্সিং ফাইট নাইট অনুষ্ঠিত

২০
X