বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় মাকে মারধর, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে মাকে মারধরের নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ। ছবি : কালবেলা
বরগুনার বেতাগীতে মাকে মারধরের নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ। ছবি : কালবেলা

বরগুনার বেতাগীতে জমির দলিল ও স্বর্ণালংকার না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগে ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টম্বর) তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান।

নির্যাতনের শিকার ওই নারীর নাম রীতা রানী বসু (৫৫)। তিনি বেতাগী পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের মৃত শিবু লাল বসুর স্ত্রী। দুই বছর আগে তার স্বামী মারা যান। তার দুই ছেলে রয়েছে। তবে তিনি বড় ছেলে শুভ বসু ও তার স্ত্রী জ্যোতি মৃধার সঙ্গে একই পরিবারে থাকতেন। এই দুজনের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে রানী বসুকে অমানুষিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা থেকে পুত্রবধূ জ্যোতির বোনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গ্রামীণ ব্যাংক রোড এলাকায় নির্যাতনের ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) রীতা রানী বসুর ছোট ছেলে শোভন বসু বাদী হয়ে শুভ বসু ও তার স্ত্রী জ্যোতি মৃধাসহ চারজনের নামে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন জ্যোতি মৃধার মা নীলা রানী মৃধা এবং বাবা সুভাষ মৃধা।

একাধিক প্রতিবেশীরা জানান, রীতা রানীর স্বামী শিবু লাল বসু মারা যাওয়ার পর থেকেই বিভিন্ন কারণে বড় ছেলে শুভ বসু ও তার স্ত্রী তাকে অমানুষিক নির্যাতন চালাত।

ঘটনার দিন বুধবার দুপুরে জমির দলিল ও স্বর্ণালংকার চাইলে শাশুড়ির সঙ্গে পুত্রবধূ জ্যোতি মৃধার বাকবিতণ্ডার হয়। একপর্যায়ে ছেলে ও পুত্রবধূ মিলে বৃদ্ধা রীতা রানীকে প্রচণ্ড মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রীতা রানীর ছোট ছেলে শোভন বসুকে খবর দেন। তিনি এসে তার মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

শোভন বসু অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর থেকেই আমার বড় ভাই এবং তার স্ত্রী মিলে বাবার জমি তাদের নিজেদের নামে লিখে নিতে এবং স্বর্ণালংকার আত্মসাৎ করার চেষ্টা করে আসছিলেন। এ কারণে আমার মাকে বিভিন্ন সময় নানা অজুহাত তুলে নির্যাতন করত। কিন্তু পরিবারে অশান্তি তৈরি হবে ভেবে আমার মা কখনো আমাকে এসব বিষয় অবগত করেনি।

তিনি আরও বলেন, এবার তারা মাকে অমানুষিক নির্যাতন করে। তা সইতে না পেরে মা আমাকে সব কথা বলে দেয়। তাই আমি বাধ্য হয়েই আমার মায়ের নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা করেছি। আমি এর সুষ্ঠু বিচারের দাবি করছি।

বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, বৃদ্ধা রীতা রানীকে মারধরের অভিযোগে থানায় মামলা হওয়ায় অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৫ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

অবসর নিলেন বাংলাদেশের অধিনায়ক

বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির দুই নেতার

ভূমিকম্প: প্রশাসনের জরুরি পদক্ষেপ, ভাঙা হবে ২৪ ভবন

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে কেবল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে’

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

১০

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

১১

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

১২

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

১৩

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

১৪

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

১৬

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

১৭

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১৮

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১৯

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

২০
X