বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় মাকে মারধর, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে মাকে মারধরের নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ। ছবি : কালবেলা
বরগুনার বেতাগীতে মাকে মারধরের নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ। ছবি : কালবেলা

বরগুনার বেতাগীতে জমির দলিল ও স্বর্ণালংকার না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগে ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টম্বর) তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান।

নির্যাতনের শিকার ওই নারীর নাম রীতা রানী বসু (৫৫)। তিনি বেতাগী পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের মৃত শিবু লাল বসুর স্ত্রী। দুই বছর আগে তার স্বামী মারা যান। তার দুই ছেলে রয়েছে। তবে তিনি বড় ছেলে শুভ বসু ও তার স্ত্রী জ্যোতি মৃধার সঙ্গে একই পরিবারে থাকতেন। এই দুজনের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে রানী বসুকে অমানুষিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা থেকে পুত্রবধূ জ্যোতির বোনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গ্রামীণ ব্যাংক রোড এলাকায় নির্যাতনের ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) রীতা রানী বসুর ছোট ছেলে শোভন বসু বাদী হয়ে শুভ বসু ও তার স্ত্রী জ্যোতি মৃধাসহ চারজনের নামে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন জ্যোতি মৃধার মা নীলা রানী মৃধা এবং বাবা সুভাষ মৃধা।

একাধিক প্রতিবেশীরা জানান, রীতা রানীর স্বামী শিবু লাল বসু মারা যাওয়ার পর থেকেই বিভিন্ন কারণে বড় ছেলে শুভ বসু ও তার স্ত্রী তাকে অমানুষিক নির্যাতন চালাত।

ঘটনার দিন বুধবার দুপুরে জমির দলিল ও স্বর্ণালংকার চাইলে শাশুড়ির সঙ্গে পুত্রবধূ জ্যোতি মৃধার বাকবিতণ্ডার হয়। একপর্যায়ে ছেলে ও পুত্রবধূ মিলে বৃদ্ধা রীতা রানীকে প্রচণ্ড মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রীতা রানীর ছোট ছেলে শোভন বসুকে খবর দেন। তিনি এসে তার মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

শোভন বসু অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর থেকেই আমার বড় ভাই এবং তার স্ত্রী মিলে বাবার জমি তাদের নিজেদের নামে লিখে নিতে এবং স্বর্ণালংকার আত্মসাৎ করার চেষ্টা করে আসছিলেন। এ কারণে আমার মাকে বিভিন্ন সময় নানা অজুহাত তুলে নির্যাতন করত। কিন্তু পরিবারে অশান্তি তৈরি হবে ভেবে আমার মা কখনো আমাকে এসব বিষয় অবগত করেনি।

তিনি আরও বলেন, এবার তারা মাকে অমানুষিক নির্যাতন করে। তা সইতে না পেরে মা আমাকে সব কথা বলে দেয়। তাই আমি বাধ্য হয়েই আমার মায়ের নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা করেছি। আমি এর সুষ্ঠু বিচারের দাবি করছি।

বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, বৃদ্ধা রীতা রানীকে মারধরের অভিযোগে থানায় মামলা হওয়ায় অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X