কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গন্ধ ছড়ালে সন্দেহ হয় এলাকাবাসীর, বের হয়ে আসে লোমহর্ষক দৃশ্য

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

কক্সবাজার সদরের খুরুশকুলে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার পর মরদেহ বস্তায় ভরে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ ডেইলপাড়া কুরিমারিয়ারছড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ ছৈয়দ (৫০) রোহিঙ্গা হলেও দীর্ঘদিন ধরে এ এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। গ্রেপ্তার মোহাম্মদ রফিক নিহত মোহাম্মদ ছৈয়দের ছেলে।

স্থানীয়রা জানান, বাবা মোহাম্মদ ছৈয়দের সঙ্গে স্ত্রী ও সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। তিনি কয়েক বছর আগে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে খুরুশকুলের কুমারিয়ারছড়া এলাকায় গিয়ে পরিবার নিয়ে বসবাস করছেন। পুরো পরিবারটি রোহিঙ্গা নাগরিক।

নিহতের প্রতিবেশীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মদ সৈয়দের বাড়ির আশপাশের দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর সন্দেহ হয়। এক পর্যায়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তার বাড়ির ধানক্ষেতের পাশে সদ্য মাটি চাপা দেওয়া একটি শার্ট দেখতে পান। সেখান থেকে গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়টি ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের একটি দল সেখানে মাটি সরিয়ে বস্তাবন্দি অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রফিকের স্ত্রী শারমিন আক্তার বলেন, সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে তার শ্বশুর মোহাম্মদ ছৈয়দ স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যান। সকালে বাড়ি ফিরলে শাশুড়ির সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে তার স্বামীও কলহে জড়িয়ে পড়েন। এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী রফিক বাবাকে গলায় লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। এতে শ্বশুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে মৃত্যু হলে মরদেহ বস্তাবন্দি করে ঘরে ফেলে রাখা হয়। ঘটনার ব্যাপারে কারও কাছে প্রকাশ করলে তার স্বামী ‘বাবার মতো’ পরিণতি ভোগ করারও হুমকি দেয় বলে দাবি করেন অভিযুক্তের স্ত্রী।

এদিকে ঘটনা ধামাচাপা দিতে সৈয়দের স্ত্রী, দুই সন্তান রফিক ও সাহাবউদ্দিন জিয়া মিলে সোমবার রাত ১০টার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে মরদেহ পুঁতে রাখেন। মঙ্গলবার সকালে ছৈয়দের স্ত্রী ও সন্তানরা আত্মগোপনে যান।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান কালবেলাকে বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের ছেলে মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে আসুন আমাদের কাছে, সম্মান দেব : হাসনাত আব্দুল্লাহ

জকসু নির্বাচন : বিধিমালায় নেই তহবিলের খাত

সিলেট-৪ আসনে নতুন চ্যালেঞ্জে আরিফুল

পদ্মার দুই ইলিশ বিক্রি ২০ হাজারে

মশার ওষুধ প্রয়োগ তদারকিতে নামছে ঢাকা দক্ষিণ সিটি

অনুমোদন ছাড়াই স্কুলের সভাপতি : উপসচিব মামুন মিয়াকে তিরস্কার

জানা গেল এনসিপির প্রার্থী তালিকা প্রকাশের তারিখ

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল

২৯৮ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধানের শীষের বিজয় নিশ্চিতে প্রতিহিংসার রাজনীতি চলবে না : মাহবুবুর রহমান

১০

সাতক্ষীরায় তৃতীয় দিনের মতো শহিদুলকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ

১১

কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিককে জনপ্রিয় অভিনেত্রীর লিগ্যাল নোটিশ

১২

আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে : শামা ওবায়েদ

১৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে নতুন নিয়মে

১৪

বিএনপি ভেসে আসা দল নয় : মির্জা ফখরুল

১৫

ইউক্রেন সফরে গিয়ে বিপাকে অ্যাঞ্জেলিনা জোলি

১৬

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ কবে

১৭

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক : ব্যারিস্টার অসীম

১৮

সতর্কবার্তা দিয়ে পুলিশের বিজ্ঞপ্তি

১৯

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সৌন্দর্যবর্ধন ক্যাম্পেইন

২০
X