চট্টগ্রাম জেলার ৬ থানায় নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।
নতুন পদায়নকৃত কর্মকর্তারা হলেন— জেলা পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শাখার পরিদর্শক নুর আহমদকে ফটিকছড়ি, কন্টোলরুমের ইনচার্জ মো. নজরুল ইসলামকে দক্ষিণ রাঙ্গুনিয়া, গোয়েন্দা শাখার পরিদর্শক মো. কামরুজ্জামানকে রাঙ্গুনিয়া, পরিদর্শক আবু জায়েদ মো. নাজমুন নুরকে পটিয়ায়, পরিদর্শক মো. সাইফুল ইসলামকে বাঁশখালী থানায়।
চট্টগ্রাম রেঞ্জে যোগদান করা পরিদর্শক শেখ মাহাবুবুর রহমানকে সন্দ্বীপ থানায় পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, রায়হান উদ্দিন খান নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর একযোগে চট্টগ্রাম জেলার ১২ ওসিকে লাইনে সংযুক্ত করার আদেশ জারি করেছিলেন।
মন্তব্য করুন