সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ দিকে পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতে উপকূলীয় অঞ্চল কলাপাড়ার জেলেদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আবহাওয়ার খারাপ পরিস্থিতিতে সাগরে মাছ শিকার থেকে বঞ্চিত জেলেরা। গত সপ্তাহের শুরুতে আবহাওয়া খারাপ থাকায় জেলেরা সমুদ্রে অবস্থান না করতে পেরে আলিপুর ও মহিপুর বন্দরে নিরাপদে অবস্থান করছে। আবারো সমুদ্রে সতর্ক সংকেত দেওয়ায় জেলেদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
জেলেরা জানান, আশা ছিল এ সপ্তাহে মাছ ধরার সুযোগ পেলে কিছুটা স্বস্তি মিলবে। কয়েকদিন পরেই আবার ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হবে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা গত ২৩ জুলাই মধ্যরাতে শেষ হলেও নদ-নদী ও সাগরে তেমন ইলিশ ধরা পড়ছে না। কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পেয়ে জেলেরা হতাশ। ইলিশের ভরা মৌসুমেও উপকূলীয় কুয়াকাটা জেলেদের জালে ধরা পড়ছে না রুপালি ইলিশ। একদম ইলিশ শূন্য জেলেরা। দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এখানকার জেলেদের।
কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অ্যান্ড পিবিও আব্দুল জব্বার শরীফ বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। জেলেদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
মন্তব্য করুন