বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়নের চিংড়াখালী বাজার এলাকায় বাবুল বক্স হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সেনা ক্যাম্প ও প্রেস ক্লাবে এমন অভিযোগ করেছেন হত্যা মামলার বাদী চিংড়াখালী সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা বেগম।
ইউপি সদস্য জাহানারা বেগম বলেন, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই দিন রাত ১১টা ৫৫ মিনিটে একদল সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে মালামাল নিয়ে যায়। পরে তার দেবর বাবুল বক্সকে (৪৮) কুপিয়ে হত্যা করে তারা। এ ঘটনায় বিএনপির দলীয় অনুসারী ২৬ জনকে আসামি করে মোরেলগঞ্জ মামলা দায়ের করা হয়।
ওই হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাহানারা বেগম ও নিহত বাবুল বক্সের স্বজনরা মানববন্ধনের আয়োজন করলে প্রভাবশালী আসামিরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে মানববন্ধন পন্ড করে দেয়।
চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি, মাস্টার আব্দুস সোবাহান কালবেলাকে বলেন, মানববন্ধনে হামলার কোন ঘটনা ঘটেনি। বহিরাগত কিছু লোক চিংড়াখালী বাজারে লাঠিসোঁটা নিয়ে ট্রলারযোগে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে বাধা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ কালবেলাকে বলেন, চিংড়াখালী বাজার এলাকায় পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। বাবুল বক্স হত্যা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।
মন্তব্য করুন