কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৯:৫৬ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-জয়দেবপুর মহাসড়ক অবরোধ করে চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাকা-জয়দেবপুর মহাসড়ক অবরোধ করে চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

গাজীপুরের স্টাইলক্রাফট নামের একটি তৈরি পোশাক কারখানায় বেতন বোনাস পরিশোধের পরিবর্তে কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

বুধবার (২ আগস্ট) সকালে কাজে যোগ দিয়ে শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে আন্দোলনে নামেন।

আরও পড়ুন : গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

এ সময় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-জয়দেবপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন উত্তেজিত শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রী ও পথচারীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় অবস্থিত স্টাইলক্রাফট নামের একটি তৈরি পোশাক কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকপক্ষের কাছে জুন ও জুলাই মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস পাওনা রয়েছে। বকেয়া বেতনভাতা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এর প্রেক্ষিতে গত ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু পাওনা আদায় না করে মালিকপক্ষ কারখানা বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেয়। বুধবার সকালে কাজে যোগ দিয়ে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পেয়ে আন্দোলনে নামেন।

কয়েকজন শ্রমিকের অভিযোগ, চলতি মাসসহ তিন মাসের বেতন বকেয়া থাকায় বাড়ি ভাড়া, দোকানের বাকি টাকা পরিশোধ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। অনেকেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাই অবিলম্বে বেতনভাতা পরিশোধে সরকার ও প্রশাসনের সহযোগিতা চান শ্রমিকরা।

আরও পড়ুন : বেশিরভাগ কারখানায় জুনের বেতন হয়নি

শিল্প পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, বেতনভাতা পরিশোধের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শ্রমিকদের সঙ্গে কারখানার মালিকের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ১ আগস্ট জুন মাসের বেতন ও ৮ আগস্ট শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার কথা। কিন্তু মালিক পক্ষ বেতনাদি পরিশোধ না করেই কারখানা ছয় দিনের বন্ধ ঘোষণা করেন। বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে আন্দোলনে নামেন।

তিনি বলেন, তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-জয়দেবপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি পূরণের জন্য মালিকপক্ষের সঙ্গে কথা বলছে। বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে মালিকপক্ষ জানিয়েছে, বেতনের টাকা সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় কারখানা ছয় দিন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যদের কাছে সম্মান পেতে যা করা জরুরি

ম্যানচেস্টার ইউনাইটেড শিখবে কবে?

মেট্রোরেল কার্ডের অনলাইন রিচার্জের উদ্বোধন 

পঞ্চগড়ে ২ হাজার বস্তা সার জব্দ

উয়েফার বিরুদ্ধে সুপার লিগের ‘হাজার কোটি টাকার’ মামলা শুরু

দিবা-রাত্রির টেস্টের আগে অজি শিবিরে সুখবর

কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

যেভাবে মুহূর্তেই জানবেন ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি

বলিউডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ধর্মেন্দ্র

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

১০

‘ওয়ানডে ছেড়ে কোহলির টেস্ট খেলাই চালিয়ে যাওয়া উচিত ছিল’

১১

জানা গেল বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের তারিখ

১২

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন

১৩

ভিটামিন ডি পাওয়ার সেরা সময় সকালে নাকি বিকেলে

১৪

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

১৫

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

১৬

ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

১৭

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

১৮

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

১৯

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

২০
X