প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ ঝিনাইদহের মহেশপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্যা আল মাছুম বিল্যাহ। সেইসঙ্গে তার বিদ্যালয়টিও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ে শিখন-শেখানো কার্যক্রমের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। ২০২২ সালে উপজেলা পর্যায়ে বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন।
অন্যদিকে মহেশপুরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তুহিন সুলতানা। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষিকা তুহিন সুলতানা বিদ্যালয়ে শিখন-শেখানো কার্যক্রমের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। তিনি ১৮ বছরের চাকরিরত অবস্থায় টানা ২০১৯, ২০২৩ ও ২০২৪ সালে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হন।
মন্তব্য করুন