জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

৭ মাস পর হারানো সন্তানকে ফিরে পেল বাবা-মা

বাকপ্রতিবন্ধী জুয়েল। ছবি : কালবেলা
বাকপ্রতিবন্ধী জুয়েল। ছবি : কালবেলা

৭ মাস আগে হারিয়ে যায় বাকপ্রতিবন্ধী জুয়েল (৩২)। অনেক খোঁজখুঁজির পরও কোথা তার সন্ধান না পেয়ে দিশাহারা হয়ে পড়েন তার পরিবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে হারানো সন্তান ফিরে পেলেন বাবা-মা। ৭ মাস আগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে আনন্দিত পরিবারটি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) যশোর কৈখালী জনপ্রতিনিধির মাধ্যমে বাকপ্রতিবন্ধী যুবককে তার বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া হয়।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের বাসিন্দা মতলেব আলী। তার দুই মেয়ে ও একমাত্র ছেলে জুয়েল। বাকপ্রতিবন্ধী, দীর্ঘ সাত মাস আগে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্তান ফিরে আসবে এই ভেবে পথের দিকে চেয়ে থাকতেন বাবা-মা। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়। ছেলের শোকে কাঁদতে কাঁদতে চোখে যেন ছানি পড়ে গেছে তাদের। হঠাৎ করেই অবসান হলো দীর্ঘদিনের অপেক্ষার। নিখোঁজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ফিরে পেল আপন ঠিকানা।

পারিবারিক সূত্রে জানা যায়, ৭ মাস আগে বাকপ্রতিবন্ধী জুয়েল বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। চারদিকে খোঁজাখুঁজি, হারানো বিজ্ঞপ্তি দিয়েও তার খোঁজ মেলেনি। কোথাও খোঁজ না পেয়ে তারা ধরেই নিয়েছিলেন জুয়েল আর বেঁচে নেই। পরবর্তীতে গত শুক্রবার এসকেএম সজীব নামে একটি ফেসবুক পেজ থেকে হাস্যকর ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় জুয়েলকে। জুয়েলের পরিবারের সদস্যরা যোগাযোগ করে যশোর কৈখালী আশ্রয়দাতা অনিকের বাসায় হাজির হন। দীর্ঘদিন পরে একমাত্র ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। অন্যদিকে সন্তানের মতো লালন-পালনকারী অনিক চক্রবর্তী পরিবারের চোখে জল। এতদিন যাকে সন্তান স্নেহে বড় করেছিলেন, সে চলে যাবে। কিছুতেই মনকে শান্ত করতে পারছিলেন না তারাও।

অনিক চক্রবর্তী জানান, তার মন খারাপ হলেও জুয়েল তার প্রকৃত বাবা-মাকে ফিরে পেয়েছে এতেই তিনি খুশি হয়েছেন। নিজের সন্তান না হলেও সে আমার সন্তানতুল্য। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তার সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে। ওর জন্য আরও কিছু যদি করতে হয়, আমি করব।

তিনি আরও জানান, নিখোঁজ কামরুলকে ৭ মাস আগে যশোর রুস্তমপুর বাজার থেকে কোনো অভিভাবক না পেয়ে অনিক চক্রবর্তী বাড়িতে নিয়ে যান। সেখানে ১ মেয়ে ও দুই ছেলের সঙ্গে সন্তানের মতোই ছিলেন। ধ্রুব ও জুয়েল ভাইয়ের মতো একসঙ্গে থাকত। তারা হিন্দু সম্প্রদায়ের হওয়ায় বাকপ্রতিবন্ধী জুয়েলও পূজা করত। সে ছিল অত্যন্ত বিশ্বস্ত।

জুয়েলের মা সালমা খাতুন জানান, সন্তানহারা মা কীভাবে থাকতে পারে? ৭ মাস কীভাবে থেকেছি আমি জানি। এত দিন সন্তানকে পেয়ে মনে হয়েছে যেন আকাশের চাঁদ পেয়েছি। আমার বুকটা ভরে গেছে। আল্লাহ আমার বুক আবার ভরে দিয়েছেন।

জুয়েলের বাবা মতলেব আলী বলেন, আজ নিজের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি। যে কষ্ট এতদিন বুকে বিঁধে ছিল তা দূর হয়েছে। তিনি লালন-পালনকারী অনিক চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উনি আমাদের চিরদিনের মতো আত্মার আত্মীয় হয়ে গেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কোচ নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে : ডা. জাহিদ

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

অপু-সজলের ‘দুর্বার’

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই : উপদেষ্টা ফাওজুল কবির

শেখ হাসিনাকে ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর

ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ডের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান 

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথম জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত

১০

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

১১

নদীতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১২

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত

১৩

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্তকে যে শাস্তি দিল এলাকাবাসী

১৪

কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত পা

১৫

‘আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করব না’

১৬

ফিশিং বোটে মিলল ৩৭৫ বস্তা সিমেন্ট, গন্তব্য ছিল মিয়ানমার

১৭

ছাত্রদলের দুই নেতাকে শোকজ 

১৮

ফুটবল ও ক্রিকেট, দুই বিশ্বকাপেই খেলবে যেসব দেশ

১৯

চুল পড়া আর খুশকির সমস্যা বাড়াচ্ছেন নিজের ৬ অভ্যাসে

২০
X