যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৬৫২টি মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন

যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে । ছবি : কালবেলা
যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে । ছবি : কালবেলা

যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরি কারিগররা। এ বছর যশোর জেলায় ৬৫২টি মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন চলছে। গত বছরের তুলনায় এ জেলায় এবার ৮০টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেই বলে জানা গেছে।

জলাবদ্ধতা, রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার অভাব ও আর্থিক সংকটের কারণে পূজামণ্ডপ কমেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর ৬৫২টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে।

গত বছর এই জেলায় ৭৩২টি মণ্ডপে পূজার আয়োজন হয়েছিল। এই হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় এ বছর মণ্ডপের সংখ্যা কমেছে ৮০টি।

এ বিষয়ে চৌগাছা উপজেলার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস কালবেলাকে বলেন, আর্থিক সংকট ও নিরাপত্তার অভাবে আমরা এবার পূজার আয়োজন করতে পারছি না। আমরা সরকারের কাছ থেকে বাঁওড় লিজ নিয়ে মাছ চাষ করি।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ৫০-৬০ লাখ টাকার মাছ লুট করে নেওয়া হয়েছে। এতে আমাদের পথে বসার উপক্রম। এ ছাড়া বাঁওড় দখলে নিতে সন্ত্রাসীরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও তারা খুব একটা সাড়া পাননি বলে অভিযোগ করেন।

যশোর শহরের বেজপাড়া মন্দিরে প্রতিমা তৈরির কারিগর জয়দেব পাল কালবেলাকে বলেন, এ বছর শহর ছাড়া গ্রামেও প্রতিমার কাজ কম হচ্ছে। এখন পর্যন্ত ৩৫ সেট প্রতিমার অর্ডার পেয়েছি। প্রতিমা তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের কাজ করা লাগে।

এ বছর নিরাপত্তার অভাব বোধ করছেন অনেকে। জীবনে যা না, তাই এ বছর করতে হয়েছে। মাসিক ৮ হাজার টাকা বেতন দিয়ে প্রতিমা পাহারা দেওয়ার জন্য লোক রাখতে হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন কালবেলাকে জানান, গত বছরের তুলনায় এ বছর পূজামণ্ডপ কমেছে। কেশবপুর, মণিরামপুরে জলাবদ্ধতার কারণে অনেক জায়গায় পূজার আয়োজন করা সম্ভব হয়নি।

দেশে বড় একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। স্বাভাবিকভাবে মানুষের মনে কিছুটা আতঙ্ক রয়েছে। প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা যথেষ্ট সহযোগিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১০

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১১

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১২

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৩

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৪

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৫

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৬

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৭

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৮

বিজয় থালাপতি এখন বিপাকে

১৯

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

২০
X