যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৬৫২টি মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন

যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে । ছবি : কালবেলা
যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে । ছবি : কালবেলা

যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরি কারিগররা। এ বছর যশোর জেলায় ৬৫২টি মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন চলছে। গত বছরের তুলনায় এ জেলায় এবার ৮০টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেই বলে জানা গেছে।

জলাবদ্ধতা, রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার অভাব ও আর্থিক সংকটের কারণে পূজামণ্ডপ কমেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর ৬৫২টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে।

গত বছর এই জেলায় ৭৩২টি মণ্ডপে পূজার আয়োজন হয়েছিল। এই হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় এ বছর মণ্ডপের সংখ্যা কমেছে ৮০টি।

এ বিষয়ে চৌগাছা উপজেলার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস কালবেলাকে বলেন, আর্থিক সংকট ও নিরাপত্তার অভাবে আমরা এবার পূজার আয়োজন করতে পারছি না। আমরা সরকারের কাছ থেকে বাঁওড় লিজ নিয়ে মাছ চাষ করি।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ৫০-৬০ লাখ টাকার মাছ লুট করে নেওয়া হয়েছে। এতে আমাদের পথে বসার উপক্রম। এ ছাড়া বাঁওড় দখলে নিতে সন্ত্রাসীরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও তারা খুব একটা সাড়া পাননি বলে অভিযোগ করেন।

যশোর শহরের বেজপাড়া মন্দিরে প্রতিমা তৈরির কারিগর জয়দেব পাল কালবেলাকে বলেন, এ বছর শহর ছাড়া গ্রামেও প্রতিমার কাজ কম হচ্ছে। এখন পর্যন্ত ৩৫ সেট প্রতিমার অর্ডার পেয়েছি। প্রতিমা তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের কাজ করা লাগে।

এ বছর নিরাপত্তার অভাব বোধ করছেন অনেকে। জীবনে যা না, তাই এ বছর করতে হয়েছে। মাসিক ৮ হাজার টাকা বেতন দিয়ে প্রতিমা পাহারা দেওয়ার জন্য লোক রাখতে হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন কালবেলাকে জানান, গত বছরের তুলনায় এ বছর পূজামণ্ডপ কমেছে। কেশবপুর, মণিরামপুরে জলাবদ্ধতার কারণে অনেক জায়গায় পূজার আয়োজন করা সম্ভব হয়নি।

দেশে বড় একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। স্বাভাবিকভাবে মানুষের মনে কিছুটা আতঙ্ক রয়েছে। প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা যথেষ্ট সহযোগিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ দফা জাতির মুক্তির সনদ : রাশেদুল আহসান

চোখজুড়ানো অসাধারণ সুন্দর প্রজাপতি চাঁদনরি

সিরিয়ার উপকূলে সরকারপন্থি বিক্ষোভের পর দাঙ্গা

রোনালদোর প্রতি ‘দয়া’ দেখাল ফিফা, পেলেন সুখবর

শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে : ট্রাম্প

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন

সপ্তাহে দুদিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে পপুলার

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১০

সার্ভিস এক্সপার্ট পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১১

আড়ং-এ বড় নিয়োগ, এইচএসসি পাসেই পার্টটাইম চাকরির সুযোগ

১২

২৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

স্টিমরোলার নির্যাতনেও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি : মির্জা ফখরুল

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

২৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৭

কড়াইল বস্তির আগুনে দেড় হাজার ঘর পুড়েছে : ফায়ার সার্ভিস

১৮

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৯

বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টু চিরনিদ্রায় শায়িত

২০
X