দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪১ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে কুপিয়েছে দুর্বৃত্তরা

রামেক হাসপাতালে ভর্তি আহত ইমাম আজিম উদ্দীন। ছবি : কালবেলা
রামেক হাসপাতালে ভর্তি আহত ইমাম আজিম উদ্দীন। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে ১৮ লাখ টাকা চাঁদা না পেয়ে আজিম উদ্দীন (৫৫) নামে এক বৃদ্ধ ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কুহাড় গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুরুতর আহত ওই ইমামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ আজিম উদ্দীন কুহাড় উত্তরপাড়া জামে মসজিদে ইমামতি করেন।

আজিম উদ্দীন অভিযোগ করে বলেন, কুহাড় উত্তরপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। ঘটনার দিন দুপুরে জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের লোকজন পূর্বশত্রুতার জেরে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় চেয়ারম্যানের লোক একই এলাকার আলীমুদ্দিন, নবী ও আলীমুদ্দিনের ছেলে সালাহ উদ্দিনসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা আমাকে বেঁধে রেখে নির্যাতন চালায়। সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে তারা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও বলেন, এর আগে গত বুধবার সাবেক ইউপি চেয়ারম্যান আয়নালের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে গণমাধ্যম কর্মীদের কাছে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কারণে তারা আমার ওপর আরও বেশি ক্ষুব্ধ হয়ে অমানবিক নির্যাতন চালায়।

তবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, এলাকায় চাঁদাবাজি হচ্ছে-এটা সম্পূর্ণ মিথ্যা। গত কয়েক দিন আগেও আমার নামে চাঁদাবাজির নিউজ হয়েছে। আমি পত্রিকায় তার প্রতিবাদ দিয়েছি। এ ছাড়া মসজিদের ইমামকে মারধরের ব্যাপারে আমি কিছুই জানি না।

এ বিষয়ে দুর্গাপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার কুহাড় গ্রামে মসজিদের এক ইমামকে আটকে নির্যাতনের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় হামলার সঙ্গে জড়িত নবী নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আহত ইমামের ছেলে লুতফর বাদী হয়ে থানায় মামলা করেন। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে নবীকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইডস রোগীদের বাঁচাতে টিকা আনছে রাশিয়া

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

তিশাকে কোলে তুলতে গিয়ে হাত ভেঙেছিল: তৌসিফ মাহবুব

ডিআরইউতে লতিফ সিদ্দিকীসহ আ.লীগের নেতাকর্মী অবরুদ্ধ

আগারগাঁও মোড়ে শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক

১২ ফুট লম্বা অজগর বস্তায় করে বাড়িতে নিয়ে গেল যুবক

কত সম্পদের মালিক টেইলর-কেলসে?

৪ কারণে ভেঙে দুই ভাগ হয়েছিল চট্টগ্রামের সেতুটি

১০

পুলিশের পোশাকে থানায় গুরুদায়িত্বে বিড়াল!

১১

নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না সাকিব

১২

দলকে ফাইনালে তুলে যা বললেন মেসি

১৩

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

১৪

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

১৫

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ

১৬

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

১৭

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

১৮

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

১৯

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

২০
X