কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাক শ্রমিকদের ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

গাজীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা

হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের জিরানীতে রেডিয়াল ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে এসব দাবি নিয়ে টিফিনের সময় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

এতে বেলা ১টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ থাকায় জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জিরানী এলাকা রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানা গত সপ্তাহের প্রথম দিকে শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও মেনে নেয়নি বা তার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে শ্রমিকরা অভিযোগ করেন।

কাশিমপুর থানার ওসি জাহিদ হোসেন কালবেলাকে বলেন, বিভিন্ন দাবিতে রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

এদিকে, একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ ও বিভিন্ন কারণে ৮টি কারখানা বন্ধ ছাড়া গাজীপুরে দুই হাজার অধিক পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। সকালে পোশাককর্মীরা তাদের নিজ নিজ কারখানায় উপস্থিত হয়েছেন।

শিল্প পুলিশ জানিয়েছে, শ্রম আইন ১৩(১) ধারা মোতাবেক ৮টি কারখানা বন্ধ রাখা হয়েছে। সেসব কারখানা খুলে দেওয়ার ব্যাপারে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় শিল্প পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে যেসব অঞ্চলে

ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার প্রস্তাব দিচ্ছে আয়ারল্যান্ড!

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে যে আইনে, জানালেন প্রসিকিউটর

প্রাথমিকের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

পদ্মার চরে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৬৭

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া বার্তা

দেশের সংকট সব নাটক : মির্জা ফখরুল

মিশিগান বইমেলার জমজমাট উদ্বোধন

জামায়াত নেতার বাড়িতে আগুন

বিশ্বকাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন

১০

বাবার পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করল কলেজছাত্র

১১

তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : আমজনতার দল

১২

হাসিনার মন্ত্রী, এমপিদের ব্ল্যাংক চেকের অফারেও আপস করিনি : মীর স্নিগ্ধ

১৩

রোগীদের বরাদ্দের খাবার খাচ্ছে কে

১৪

পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক ও হার্ট ক্ষতিগ্রস্ত হয়

১৫

শাহরুখের হাতে আসছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা

১৬

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে : স্নিগ্ধ

১৭

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

১৮

১৬ বছর রাজপথে লড়েছি, জনগণের পাশে আছি : কাজী আলাউদ্দিন

১৯

আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতা গ্রেপ্তার

২০
X