কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাক শ্রমিকদের ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

গাজীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা

হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের জিরানীতে রেডিয়াল ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে এসব দাবি নিয়ে টিফিনের সময় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

এতে বেলা ১টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ থাকায় জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জিরানী এলাকা রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানা গত সপ্তাহের প্রথম দিকে শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও মেনে নেয়নি বা তার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে শ্রমিকরা অভিযোগ করেন।

কাশিমপুর থানার ওসি জাহিদ হোসেন কালবেলাকে বলেন, বিভিন্ন দাবিতে রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

এদিকে, একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ ও বিভিন্ন কারণে ৮টি কারখানা বন্ধ ছাড়া গাজীপুরে দুই হাজার অধিক পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। সকালে পোশাককর্মীরা তাদের নিজ নিজ কারখানায় উপস্থিত হয়েছেন।

শিল্প পুলিশ জানিয়েছে, শ্রম আইন ১৩(১) ধারা মোতাবেক ৮টি কারখানা বন্ধ রাখা হয়েছে। সেসব কারখানা খুলে দেওয়ার ব্যাপারে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় শিল্প পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র জমা দিলেন আল্লামা সাঈদীর দুই ছেলে

ঢাকা-৫ আসনের সাবেক এমপি প্রার্থী গ্রেপ্তার

তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

মানুষের জীবনমানের উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : মির্জা ফখরুল

খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন : ডা. জাহিদ

তিন ঘণ্টা ছিলেন দলীয় কার্যালয়ে / রিজভীর নেতৃত্বে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

১০

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

১১

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১২

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

১৩

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

১৪

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৫

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৬

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

১৭

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

১৮

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

১৯

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

২০
X