মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাক শ্রমিকদের ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

গাজীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা

হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের জিরানীতে রেডিয়াল ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে এসব দাবি নিয়ে টিফিনের সময় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

এতে বেলা ১টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ থাকায় জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জিরানী এলাকা রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানা গত সপ্তাহের প্রথম দিকে শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও মেনে নেয়নি বা তার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে শ্রমিকরা অভিযোগ করেন।

কাশিমপুর থানার ওসি জাহিদ হোসেন কালবেলাকে বলেন, বিভিন্ন দাবিতে রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

এদিকে, একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ ও বিভিন্ন কারণে ৮টি কারখানা বন্ধ ছাড়া গাজীপুরে দুই হাজার অধিক পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। সকালে পোশাককর্মীরা তাদের নিজ নিজ কারখানায় উপস্থিত হয়েছেন।

শিল্প পুলিশ জানিয়েছে, শ্রম আইন ১৩(১) ধারা মোতাবেক ৮টি কারখানা বন্ধ রাখা হয়েছে। সেসব কারখানা খুলে দেওয়ার ব্যাপারে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় শিল্প পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১০

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১১

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১২

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৩

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৪

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৫

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৬

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

১৭

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : বুলু

১৮

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

১৯

নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসাকে আহ্বান চসিক মেয়রের

২০
X