টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে কিশোরীর অনশন, গাছে বাঁধা হলো রানাকে

গাছের সঙ্গে বাঁধা প্রেমিক আনোয়ার হোসেন রানা। ছবি : কালবেলা
গাছের সঙ্গে বাঁধা প্রেমিক আনোয়ার হোসেন রানা। ছবি : কালবেলা

বিয়ের দাবিতে এক কিশোরী দুদিন ধরে অনশন করেন প্রেমিকের বাড়িতে। পরে প্রেমিকের চাচা মীমাংসার আশ্বাস দিয়ে অনশন ভাঙিয়ে জিম্মায় নেন ওই কিশোরীকে।

শনিবার (১২ অক্টোবর) বিকেল পর্যন্ত মীমাংসার কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে না পেয়ে এলাকাবাসী কিশোরীর বাড়ির সামনে ওই প্রেমিককে ধরে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

প্রেমিকের নাম আনোয়ার হোসেন রানা (৩১)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে পারিবারিক কলহের জেরে আনোয়ার হোসেন রানাকে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছেন। এরপর থেকে পাশের বাড়ির ৮ম শ্রেণি পড়ুয়া দূর সম্পর্কের এক ভাতিজির সঙ্গে সম্পর্কে জড়ান। বিয়েতে রাজি না হওয়ায় ওই কিশোরী গত বৃহস্পতিবার দুপুরে রানার বাড়িতে গিয়ে ওঠেন।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) মেয়েটি বিয়ের দাবিতে তার প্রেমিক রানার বাড়িতে অবস্থান নেন। এরপর রানার চাচা আব্দুল বারেক মেয়েটিকে মীমাংসার আশ্বাস দিয়ে শনিবার (১২ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়ে তার জিম্মায় নেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেল পর্যন্ত তার কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় গরুর বহর নিয়ে বাড়ি ফেরার পথে আটকিয়ে রানাকে ধরে নিয়ে গিয়ে ওই কিশোরীর বাড়ির সামনে গরুর রশি দিয়ে গাছে বেঁধে রাখেন এলাকাবাসী। এলাকার শত শত লোক এ দৃশ্য দেখতে ভিড় জমায়।

বাঁধা অবস্থায় রানা জানান, এই কিশোরীর বাড়িতে আসা-যাওয়ার অভিযোগে তার স্ত্রী তাকে সন্দেহ করতেন। এ কারণে ৯ মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন।

প্রেমিকের চাচা আব্দুল বারেক বলেন, আমি সালিশের কথা বলে মেয়েকে বুঝিয়ে আমার জিম্মায় আমার বাড়িতে রেখেছিলাম। আজকে সমাধানের কথায় দুপক্ষ বসেন। একপর্যায়ে মেয়ের পক্ষের লোক বলে মেয়েকে হাজির করেন। পরে মেয়ের বয়স হয়নি এ কথা বলে তারা মেয়েকে নিয়ে চলে যায়। চলে গিয়ে ছেলেকে রাস্তায় পেয়ে ধরে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। সন্ধ্যায় পুলিশের কাছে তুলে দিয়েছেন।

মধুপুর থানার ওসি এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে জানান, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে কোচ কোম্পানির মিলনমেলায় প্রবাসী বাংলাদেশিরাও সম্মানিত

সেই বাইক চালকের ঘনিষ্ঠ ২ সহযোগী আটক 

মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন!

জামায়াত প্রার্থীর পথসভায় পুলিশ কর্মকর্তার অংশগ্রহণের অভিযোগ

আরও এক বাসে আগুন

টি-টোয়েন্টিতে প্রায় ৯ হাজার রান করা মারকুটে ব্যাটার এবার বিপিএলে

হাদিকে হত্যাচেষ্টা / মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের অভিযোগে মামলা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন লায়ন খোরশেদ আলম

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া সমুদ্র সৈকতে বন্দুক হামলা, বহু হতাহতের আশঙ্কা

১০

শিক্ষাবিদ কাজী আজহার আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী সোমবার

১১

হাদিকে গুলির ঘটনায় যেভাবে আটক হলেন হান্নান

১২

হাসিনা শাসনামলে বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখা হয়েছিল : রাশেদ প্রধান

১৩

থাইল্যান্ডের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে কারফিউ জারি

১৪

খাঁচা থেকে কীভাবে বেরিয়ে আসে সিংহী, তদন্তে যা জানা গেল

১৫

চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

১৬

আইএসইউতে শিক্ষার্থীদের জন্য এসআইসিআইপি–বিজিএমইএ’র অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত

১৭

রহস্যজনকভাবে মারা গেলেন ‘দ্য মাস্ক’ খ্যাত অভিনেতা

১৮

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্বরেকর্ড গড়ায় অংশ নেবেন আশিক চৌধুরী

১৯

বাসে আগুন

২০
X