টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে কিশোরীর অনশন, গাছে বাঁধা হলো রানাকে

গাছের সঙ্গে বাঁধা প্রেমিক আনোয়ার হোসেন রানা। ছবি : কালবেলা
গাছের সঙ্গে বাঁধা প্রেমিক আনোয়ার হোসেন রানা। ছবি : কালবেলা

বিয়ের দাবিতে এক কিশোরী দুদিন ধরে অনশন করেন প্রেমিকের বাড়িতে। পরে প্রেমিকের চাচা মীমাংসার আশ্বাস দিয়ে অনশন ভাঙিয়ে জিম্মায় নেন ওই কিশোরীকে।

শনিবার (১২ অক্টোবর) বিকেল পর্যন্ত মীমাংসার কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে না পেয়ে এলাকাবাসী কিশোরীর বাড়ির সামনে ওই প্রেমিককে ধরে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

প্রেমিকের নাম আনোয়ার হোসেন রানা (৩১)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে পারিবারিক কলহের জেরে আনোয়ার হোসেন রানাকে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছেন। এরপর থেকে পাশের বাড়ির ৮ম শ্রেণি পড়ুয়া দূর সম্পর্কের এক ভাতিজির সঙ্গে সম্পর্কে জড়ান। বিয়েতে রাজি না হওয়ায় ওই কিশোরী গত বৃহস্পতিবার দুপুরে রানার বাড়িতে গিয়ে ওঠেন।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) মেয়েটি বিয়ের দাবিতে তার প্রেমিক রানার বাড়িতে অবস্থান নেন। এরপর রানার চাচা আব্দুল বারেক মেয়েটিকে মীমাংসার আশ্বাস দিয়ে শনিবার (১২ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়ে তার জিম্মায় নেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেল পর্যন্ত তার কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় গরুর বহর নিয়ে বাড়ি ফেরার পথে আটকিয়ে রানাকে ধরে নিয়ে গিয়ে ওই কিশোরীর বাড়ির সামনে গরুর রশি দিয়ে গাছে বেঁধে রাখেন এলাকাবাসী। এলাকার শত শত লোক এ দৃশ্য দেখতে ভিড় জমায়।

বাঁধা অবস্থায় রানা জানান, এই কিশোরীর বাড়িতে আসা-যাওয়ার অভিযোগে তার স্ত্রী তাকে সন্দেহ করতেন। এ কারণে ৯ মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন।

প্রেমিকের চাচা আব্দুল বারেক বলেন, আমি সালিশের কথা বলে মেয়েকে বুঝিয়ে আমার জিম্মায় আমার বাড়িতে রেখেছিলাম। আজকে সমাধানের কথায় দুপক্ষ বসেন। একপর্যায়ে মেয়ের পক্ষের লোক বলে মেয়েকে হাজির করেন। পরে মেয়ের বয়স হয়নি এ কথা বলে তারা মেয়েকে নিয়ে চলে যায়। চলে গিয়ে ছেলেকে রাস্তায় পেয়ে ধরে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। সন্ধ্যায় পুলিশের কাছে তুলে দিয়েছেন।

মধুপুর থানার ওসি এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে জানান, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১০

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

১১

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

১২

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

১৩

ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

১৪

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

১৬

মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতিসহ গ্রেপ্তার ৩

১৮

আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

১৯

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী

২০
X