সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘১৬ বছর বিএনপির কেউ বাড়িতে ঘুমাতে পারেনি’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির সহপরিবার পরিকল্পনা বিষয়কসম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির সহপরিবার পরিকল্পনা বিষয়কসম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : সংগৃহীত

বিএনপির সহপরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন বিগত ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। তাদের ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় সাভারের সাবেক এই সংসদ সদস্য বলেন, গত ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সারাদেশের নিরাপরাধ বিএনপি নেতাকর্মীদের নামে কয়েক লাখ মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করেছে। অনেক নেতাকর্মীকে গুম ও খুন করেছে। আমরা কেও শান্তিতে নিজ বাড়িতে ঘুমাতে পারিনি সবসময় ভয়ে পালিয়ে বেড়াতে হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশে লোক দেখানো উন্নয়নের নামে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচারের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছে আওয়ামী লীগ নেতারা। একজন ওয়ার্ড পর্যায়ের নেতাও এখন শতকোটি টাকার মালিক। তারা ক্ষমতায় থেকে জনগণের কোন উন্নয়ন করেনি তারা কেবল তাদের দলীয় লোকের উন্নয়ন করে আমাদের দেশটাকে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে পালিয়ে গেছে। আমরা এখন সবাই মিলে তাদের বিচারের দাবি জানাই এবং আমাদের দেশ থেকে জনগণের লুট করা টাকা দেশে ফেরত এনে জনগণের কল্যাণে কাজে লাগানোর দাবি জানাই।

পরে অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি।

মো. আব্দুল হালিম মাস্টারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদি, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, আশুলিয়া থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন খাঁ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান রনি, ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ পিয়ার আলী, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মণ্ডল ও ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈঠকে সিইসি ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে মুখ খুললেন বোন অমৃতা

এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ

যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলাতে রাজি হয়নি আয়ারল্যান্ড

ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

উন্নত ফর্মুলা ও আধুনিক প্যাকেজিংয়ে বাজারে ফিরেছে পন্ডস সুপার লাইট জেল

১০

বিশ্বকাপে হঠাৎ সুযোগের পর বড় সংকটে স্কটল্যান্ড

১১

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

১২

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৩

এনসিপির প্রার্থীসহ দুজনকে জরিমানা

১৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / বিদায়ের পর আইসিসির দিকে বাংলাদেশের অভিযোগের তীর 

১৫

আফগান আদালতে অপরাধ নয়, শ্রেণি দেখে শাস্তি

১৬

শিশুর আত্মবিশ্বাস গড়তে প্রতিদিনের কথার গুরুত্ব

১৭

সিম কার্ডের এক কোনা কেন কাটা থাকে

১৮

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

১৯

তিতাসের নেতৃত্বে ঐশী-রিফতি

২০
X