বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

‘নতুন পথচলায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন’

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম। ছবি : কালবেলা
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম। ছবি : কালবেলা

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন যে যাত্রা শুরু হয়েছে তাতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নগরীর পূর্ব জিন্দাবাজারের ক্লাব মিলনায়তনে হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মিঠু দাস জয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জৈন্তাবার্তার সহকারী সম্পাদক মাছুম ইফতেখার রসুল শিহাব।

প্রধান অতিথির বক্তব্যে এসএমপি কমিশনার বলেন, জনগণের সঙ্গে পুলিশ ও সাংবাদিকের সম্পর্কের জায়গাকে শক্তিশালী করে তুলতে পারলে ইতিবাচক সমাজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় সাংবাদিকসহ নিরীহ লোকদের অন্তর্ভুক্তি ও হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, মামলা হলেই কেউ অপরাধী হয়ে যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকেই চিহ্নিত করা হবে। তিনি আশ্বাস প্রদান করেন, নিরীহ কাউকেই হয়রানি করা হবে না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যে কোনো পেশার মানুষের জন্যই খেলাধুলার চর্চা শারীরিক ও মানসিক প্রশান্তির উৎস হিসেবে কাজ করে। কর্মব্যস্ত জীবনে অবসর খুঁজে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনকে তিনি ভালো উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএমপির উপকমিশনার (ট্রাফিক ও প্রসিকিউশন) বি. এম আশরাফ উল্যাহ তাহের, উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম, অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া ও সিটিএসবি) মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (কোতয়ালি সার্কেল) মো. গোলাম মাস্তফা, সহকারী কমিশনার (স্টাফ অফিসার) জায়েদ হাসান, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের রুহের মাগফিরাত কামনায় নীরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য রেজাউল হক ডালিম, পবিত্র গীতা পাঠ করেন ক্লাব সদস্য জয়ন্ত কুমার দাশ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, বিশিষ্ট সাংবাদিক মহিউদ্দিন আহমদ শীরু, হারিস মোহাম্মদ ও ইকবাল মনসুরসহ প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য আতিকুর রহমান নগরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন- ক্লাবের সাবেক সভাপতি আল-আজাদ ও তাপস দাশ পুরকায়স্থ, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মো. মহসিন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফায়সালা আহমদ বাবলু, দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১০

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১১

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১২

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৩

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৪

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৫

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৬

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৭

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৮

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৯

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

২০
X