জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১২:২৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৪ হাজার টাকার বীজ ১০ হাজার

পেঁয়াজ বীজ। ছবি : কালবেলা
পেঁয়াজ বীজ। ছবি : কালবেলা

শীত মৌসুমের পেঁয়াজ চাষ করতে গিয়ে বীজের দাম আকাশচুম্বী হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। দামের কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কার কথা বলছেন কৃষকরা। গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে পেঁয়াজ বীজ তিনগুণ দামে বিক্রি হচ্ছে জয়পুরহাটে। চড়া মূল্যে বীজ কিনে ফলন ও আশাতীত দাম পাবেন কি না, তা নিয়ে কৃষকদের মধ্যে সংশয়ও কাজ করছে।

তবে কৃষি বিভাগ বলছে, বেশকিছু দিন থেকে পেঁয়াজের দাম চড়া। এ মৌসুমে পেঁয়াজ বীজের দাম বেশি। তারপরও কৃষকরা পেঁয়াজ রোপণ করবেন। গত বছর পেঁয়াজ চাষ করে ভালো দাম পেয়েছেন কৃষকরা। খরচ বেশি হলেও পেঁয়াজ চাষ ব্যাহত হবে না।

জয়পুরহাট জেলার বিভিন্ন গ্রামের পলী এলাকার জমিগুলোতে শীত মৌসুমের পেঁয়াজ বীজ রোপণ করতে শুরু করেছেন কৃষকরা। অতি চড়ামূল্যে বীজ কিনতে গিয়ে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। হাট বাজারে পেঁয়াজ বীজের প্রকার ভেদে (ছোট, বড়) ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা প্রতি মণ (৪০ কেজি) বীজ বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, এ রকম বীজ গত রোপণ মৌসুমে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এবার বীজের দাম কৃষকের নাগালের বাইরে।

জয়পুরহাট জেলার সদর উপজেলার চকজয়কৃষ্ণপুর গ্রামের কৃষক বাবু হোসেন, মতিয়র রহমান কালবেলাকে বলেন, এবারে পেঁয়াজ বীজের দাম তিনগুণ। ১০ থেকে ১২ হাজার টাকা মণ দরে পেঁয়াজ বীজ বিক্রি হচ্ছে। তাদের দেড়- দুই বিঘা জমিতে পেঁয়াজ রোপণ করার নিয়ত ছিল। বীজের দাম অস্বাভাবিক হওয়ায় সে আশা ভঙ্গ হয়েছে এবার। তারা এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করবেন। বীজের ছোট বড় আকার ভেদে এক বিঘা জমিতে ৩ থেকে ৪ মণ বীজ প্রয়োজন হয়। সে হিসেবে এক বিঘা জমির জন্য বীজ কিনতে তাদের ৪০- ৫০ হাজার টাকা। আবাদে রাসায়নিক সার, সেচ ও শ্রমিকের দিন মজুরি তো আছেই।

জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর, আমিড়া গ্রামের কৃষক শাহানুর, আফজাল হোসেন ও হাফিজার রহমান বলেন, গত মৌসুমে তারা ৪ হাজার টাকা মণ দরে বীজ কিনে ছিলেন। এবার দাম তিনগুণ। ১০-১২ হাজার টাকা মণ। আফজাল হোসেন আরও বললেন, তিন মাসের ফসল হিসেবে গত মৌসুমে পেঁয়াজ চাষ করে ভাল লাভ হয়েছে। ভারতীয় পেঁয়াজ আমদানি হলে দাম কমে যায়।

আফজাল ও শাহানুর রহমান বললেন পেঁয়াজ চাষের কষ্টের কথা। ঘর বাড়ি ছেড়ে রাত জেগে জমিতে এক মাস পাহারা দিতে হয় পেঁয়াজ খেত। পেঁয়াজ রোপনের পর ২ মাস পর থেকে এক মাস ধরে জমিতে রাতে পাহারায় থাকতে হয়। না হলে এক রাতেই চোরেরা তুলে নিয়ে যায় সব পেঁয়াজ।

জেলার আক্কেলপুর উপজেলার জামালগজ্ঞ বাজারের পেঁয়াজ বীজ ব্যবসায়ী নাজমুল ইসলাম ও বাবলুর রশিদ কালবেলাকে বলেন, এবার ছোট সাইজের পেঁয়াজ ১২-১৩ হাজার টাকা এবং একটু বড় সাইজ ৯ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। গত মৌসুমের চেয়ে এ মৌসুমে দাম খুবই বেশি। দাম বেশি হওয়ায় বিক্রি খুব একটা ভালো না।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে এ পেঁয়াজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫০ হেক্টর জমিতে। এ পরিমাণ জমিতে থেকে ৪ হাজার ২০০ টন পেঁয়াজ উৎপাদন হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী সম্প্রসারণ কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, পেঁয়াজ বীজ ছোট সাইজ (জিরো সাইজ) ১২ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এ ফসলে প্রতি বছর কমবেশি ভালো লাভ হয়। এ জন্য উৎপাদন খরচ বেশি হলেও কৃষক পেঁয়াজ চাষ করবে। উৎপাদন ব্যাহত হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

আন্দোলনের একপর্যায়ে ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই : নাহিদ ইসলাম

স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

বিপিএল নিয়ে অবশেষে বড় ঘোষণা

কমলো সঞ্চয়পত্রের মুনাফার হার, আজ থেকে কার্যকর

৫ দিনেও হয়নি সেই নারীর ডাক্তারি পরীক্ষা

যুদ্ধবিরতির পর নিহতের নতুন সংখ্যা জানাল ইরান

সিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বড় অঘটন

ডেঙ্গু জ্বর: কিছু তথ্য

এইচএসসিতে প্রশ্নপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা

১০

জুলাই অভ‍্যুত্থান : মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

১১

৪৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম ফরহাদ

১২

‘দুঃখিত, এবার আর তা হবে না’

১৩

‘কূটনীতির দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না’

১৪

তেলের দামে বড় পতনের আভাস

১৫

এসএসসি পাসেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

১৬

৩২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বাবা-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৭

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি / রাজু ভাস্কর্যে ছাত্রসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা

১৮

ইরানের কমান্ডার কানি গুপ্তচর কি না, জানাল মোসাদ

১৯

যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি

২০
X