জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১২:২৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৪ হাজার টাকার বীজ ১০ হাজার

পেঁয়াজ বীজ। ছবি : কালবেলা
পেঁয়াজ বীজ। ছবি : কালবেলা

শীত মৌসুমের পেঁয়াজ চাষ করতে গিয়ে বীজের দাম আকাশচুম্বী হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। দামের কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কার কথা বলছেন কৃষকরা। গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে পেঁয়াজ বীজ তিনগুণ দামে বিক্রি হচ্ছে জয়পুরহাটে। চড়া মূল্যে বীজ কিনে ফলন ও আশাতীত দাম পাবেন কি না, তা নিয়ে কৃষকদের মধ্যে সংশয়ও কাজ করছে।

তবে কৃষি বিভাগ বলছে, বেশকিছু দিন থেকে পেঁয়াজের দাম চড়া। এ মৌসুমে পেঁয়াজ বীজের দাম বেশি। তারপরও কৃষকরা পেঁয়াজ রোপণ করবেন। গত বছর পেঁয়াজ চাষ করে ভালো দাম পেয়েছেন কৃষকরা। খরচ বেশি হলেও পেঁয়াজ চাষ ব্যাহত হবে না।

জয়পুরহাট জেলার বিভিন্ন গ্রামের পলী এলাকার জমিগুলোতে শীত মৌসুমের পেঁয়াজ বীজ রোপণ করতে শুরু করেছেন কৃষকরা। অতি চড়ামূল্যে বীজ কিনতে গিয়ে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। হাট বাজারে পেঁয়াজ বীজের প্রকার ভেদে (ছোট, বড়) ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা প্রতি মণ (৪০ কেজি) বীজ বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, এ রকম বীজ গত রোপণ মৌসুমে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এবার বীজের দাম কৃষকের নাগালের বাইরে।

জয়পুরহাট জেলার সদর উপজেলার চকজয়কৃষ্ণপুর গ্রামের কৃষক বাবু হোসেন, মতিয়র রহমান কালবেলাকে বলেন, এবারে পেঁয়াজ বীজের দাম তিনগুণ। ১০ থেকে ১২ হাজার টাকা মণ দরে পেঁয়াজ বীজ বিক্রি হচ্ছে। তাদের দেড়- দুই বিঘা জমিতে পেঁয়াজ রোপণ করার নিয়ত ছিল। বীজের দাম অস্বাভাবিক হওয়ায় সে আশা ভঙ্গ হয়েছে এবার। তারা এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করবেন। বীজের ছোট বড় আকার ভেদে এক বিঘা জমিতে ৩ থেকে ৪ মণ বীজ প্রয়োজন হয়। সে হিসেবে এক বিঘা জমির জন্য বীজ কিনতে তাদের ৪০- ৫০ হাজার টাকা। আবাদে রাসায়নিক সার, সেচ ও শ্রমিকের দিন মজুরি তো আছেই।

জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর, আমিড়া গ্রামের কৃষক শাহানুর, আফজাল হোসেন ও হাফিজার রহমান বলেন, গত মৌসুমে তারা ৪ হাজার টাকা মণ দরে বীজ কিনে ছিলেন। এবার দাম তিনগুণ। ১০-১২ হাজার টাকা মণ। আফজাল হোসেন আরও বললেন, তিন মাসের ফসল হিসেবে গত মৌসুমে পেঁয়াজ চাষ করে ভাল লাভ হয়েছে। ভারতীয় পেঁয়াজ আমদানি হলে দাম কমে যায়।

আফজাল ও শাহানুর রহমান বললেন পেঁয়াজ চাষের কষ্টের কথা। ঘর বাড়ি ছেড়ে রাত জেগে জমিতে এক মাস পাহারা দিতে হয় পেঁয়াজ খেত। পেঁয়াজ রোপনের পর ২ মাস পর থেকে এক মাস ধরে জমিতে রাতে পাহারায় থাকতে হয়। না হলে এক রাতেই চোরেরা তুলে নিয়ে যায় সব পেঁয়াজ।

জেলার আক্কেলপুর উপজেলার জামালগজ্ঞ বাজারের পেঁয়াজ বীজ ব্যবসায়ী নাজমুল ইসলাম ও বাবলুর রশিদ কালবেলাকে বলেন, এবার ছোট সাইজের পেঁয়াজ ১২-১৩ হাজার টাকা এবং একটু বড় সাইজ ৯ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। গত মৌসুমের চেয়ে এ মৌসুমে দাম খুবই বেশি। দাম বেশি হওয়ায় বিক্রি খুব একটা ভালো না।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে এ পেঁয়াজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫০ হেক্টর জমিতে। এ পরিমাণ জমিতে থেকে ৪ হাজার ২০০ টন পেঁয়াজ উৎপাদন হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী সম্প্রসারণ কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, পেঁয়াজ বীজ ছোট সাইজ (জিরো সাইজ) ১২ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এ ফসলে প্রতি বছর কমবেশি ভালো লাভ হয়। এ জন্য উৎপাদন খরচ বেশি হলেও কৃষক পেঁয়াজ চাষ করবে। উৎপাদন ব্যাহত হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের সঙ্গে গোলাগুলি, আফগানিস্তানের ৪ জন নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন

ফিফার শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বারবার ফোন আনলকে হচ্ছে মস্তিষ্কের ক্ষতি, জানুন কীভাবে

৩৫০ মাইল দূরে বদলি, ক্ষোভ প্রকাশ করে যা বললেন শিক্ষক নেতা

সিরিয়াকে সুখবর দিল কানাডা

সীমান্তে এবারও হলো না দুই বাংলার মিলনমেলা

গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি, ড্র করেও ‘জয়ের স্বাদ’ উইন্ডিজের

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

১০

ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতি, অতঃপর...

১১

এসিল্যান্ড-সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

১২

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল

১৩

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন 

১৪

‎বালু তোলার ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী ‎

১৫

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

১৬

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪ 

১৭

যৌথভাবে মুক্তিযুদ্ধ করে দেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত : জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১৮

‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী’

১৯

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

২০
X